ওয়ান্ডারার্স: ইতিহাস তৈরি করল পাকিস্তান ক্রিকেট দল (SA vs Pakistan)। দক্ষিণ আফ্রিকার ডেরায় গিয়ে দক্ষিণ আফ্রিকাকে নাকানিচোবানি খাওয়াল পাকিস্তান। ওয়ান ডে সিরিজে হোয়াইটওয়াশ করল প্রোটিয়াদের। ৩-০ ব্যবধানে ওয়ান ডে সিরিজ জিতল পাক দল। এর আগে ক্রিকেটের ইতিহাসে কোনও দল দক্ষিণ আফ্রিকার মাটিতে দক্ষিণ আফ্রিকাকে হোয়াইটওয়াশ করেনি।
রবিবার দক্ষিণ আফ্রিকার ওয়ান্ডারার্সে তৃতীয় ওয়ান ডে ম্যাচে মুখোমুখি হয়েছিল দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তান। সিরিজের প্রথম দুই ম্যাচ পাকিস্তান জিতে যাওয়ায় আগেই টুর্নামেন্টের ভাগ্য নির্ধারিত হয়ে গিয়েছিল। তৃতীয় ওয়ান ডে ম্যাচে ডাকওয়ার্থ লুইস নিয়মে ৩৬ রানে দক্ষিণ আফ্রিকাকে হারাল পাকিস্তান।
পাকিস্তানের জয়ের নায়ক সঈম আয়ুব ৯৪ বলে ১০১ রান করেন। ওয়ান্ডারার্সে বৃষ্টিবিঘ্নিত ম্যাচ কমে দাঁড়িয়েছিল ৪৭ ওভারে। প্রথমে ব্যাট করে পাকিস্তান তোলে ৩০৮/৯। জবাবে ৪২ ওভারে ২৭১ রানে অল আউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। সঈম আয়ুবই ম্যাচ ও সিরিজের সেরা হয়েছেন। তিন ম্যাচে দুই সেঞ্চুরি করেছেন তিনি।
টস হেরে প্রথম ব্যাটিং করতে নামে পাকিস্তান। শুরুতেই ওপেনার আবদুল্লা শফিককে হারায় পাকিস্তান। প্রথম ওভারেই। পাকিস্তানের স্কোর দাঁড়ায় ১/১। এরপরই দুটি গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়ে তোলেন সঈম আয়ুব। প্রথমে দ্বিতীয় উইকেটে বাবর আজমের সঙ্গে ১১৪ রান যোগ করেন সঈম আয়ুব। তৃতীয় উইকেটে মহম্মদ রিজওয়ানের সঙ্গে ৯৩ রান যোগ করেন আয়ুব। বাবর ও রিজওয়ান, দুজনই হাফসেঞ্চুরি করেন। ৭১ বলে ৫২ রান করেন বাবর। রিজওয়ান ৫২ বলে ৫৩ রান করে আউট হন।
২২ বছরের সঈম আয়ুব প্রথম ওয়ান ডে ম্যাচে ১০৯ রান করেছিলেন। এদিন ফের সেঞ্চুরি। শেষ দিকে ৩৩ বলে ৪৮ রানের ঝোড়ো ইনিংস খেলেন সলমন আঘা। প্রোটিয়া বোলারদের মধ্যে ৫৬ রানে তিন উইকেট কাগিসো রাবাডার।
জবাবে ব্যাট করতে নেমে ৪৩ বলে ৮১ রানের বিধ্বংসী ইনিংস খেলেন হেনরিখ ক্লাসেন (Heinrich Klaasen)। পাক স্পিনার সুফিয়ান মুকিম ৫২ রানে ৪ উইকেট নেন। এ নিয়ে টানা পাঁচটি দ্বিপাক্ষিক ওয়ান ডে সিরিজ জিতল পাকিস্তান।
আরও পড়ুন: ক্রিকেট মাঠে চক দে ইন্ডিয়া! দ্রাবিড়ের নেতৃত্বে খেলেছেন, ট্রফির হ্যাটট্রিকে নবজাগরণ
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।