মুম্বই: সব কিছু সিনেমার চিত্রনাট্যের মতো চলছিল। ভারতীয় বিশ্বকাপজয়ী মহিলা ক্রিকেটার স্মৃতি মান্ধানার (Smriti Mandhana) সঙ্গে সঙ্গীতশিল্পী পলাশ মুচ্ছলের বিয়ে পাকা হয়ে গিয়েছিল। ২৩ নভেম্বর ছিল বিয়ের অনুষ্ঠান। তার আগে মেহেন্দি, হলদি সবই হয়ে গিয়েছিল। সোশ্যাল মিডিয়া ছিল সরগরম।

Continues below advertisement

তারপরই স্মৃতি মান্ধানার জীবনে সবকিছু ওলটপালট হয়ে গিয়েছে। তিনি অনেক দিন ধরেই তাঁর বিয়ের প্রস্তুতি নিচ্ছিলেন, খুব খুশি ছিলেন, কিন্তু বিয়ের আগে তাঁর বাবার শরীর খারাপ হয়ে যায়। বিয়ে স্থগিত করতে হয়, এরপর খবর আসে যে পলাশ মুচ্ছলেরও শরীর খারাপ হয়েছে। বিয়ে স্থগিত হয়ে যায়। পরে জানা যায়, অন্য মহিলার সঙ্গে পলাশের ঘনিষ্ঠতার কথা জানতে পেরে বিয়ে ভেঙে দেন স্মৃতি। এক মহিলার সঙ্গে পলাশের অন্তরঙ্গ চ্যাটের স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। সেই মহিলার সঙ্গে নাকি ঘনিষ্ঠ অবস্থায় পলাশকে দেখাও গিয়েছে।

সেই ঘটনার পর পলাশ প্রথমবার প্রকাশ্যে এসেছেন। স্মৃতি মান্ধানা এবং সঙ্গীত পরিচালক পলাশ মুচ্ছলের বিয়ে ২০২৫ সালের ২৩শে নভেম্বর হওয়ার কথা ছিল। স্মৃতি এবং পলাশের বন্ধু, আত্মীয়-স্বজনরা তাঁদের বাড়িতে পৌঁছে গিয়েছিলেন। হলুদ, মেহেন্দির পর সঙ্গীত অনুষ্ঠানও হয়ে গিয়েছিল। এই অনুষ্ঠানগুলির ভিডিও সোশ্যাল মিডিয়ায় লাগাতার ভাইরাল হচ্ছিল, সবাই খুব খুশি ছিলেন। মান্ধানা এবং পলাশের নাচের ভিডিও সামনে এসেছিল, কিন্তু বিয়ের দিন খবর আসে যে স্মৃতির বাবার শরীর খুবই খারাপ হয়ে গেছে। মান্ধানা সিদ্ধান্ত নেন যে, তাঁর বাবা সুস্থ না হওয়া পর্যন্ত তিনি বিয়ে করবেন না।

Continues below advertisement

বিমানবন্দরে বিষণ্ণ দেখা গেল পলাশকে

পলাশ মুচ্ছল ইনদওরের বাসিন্দা। স্মৃতির সঙ্গে বিয়ে স্থগিত হওয়ার পর তিনি সোমবার প্রথমবার প্রকাশ্যে আসেন। তাঁর বিমানবন্দরের একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে তিনি তাঁর পরিবারের সঙ্গে রয়েছেন এবং বেশ বিষণ্ণ দেখাচ্ছে তাঁকে।

পলাশ মুচ্ছল ইনদওরের বাসিন্দা। স্মৃতির সঙ্গে বিয়ে স্থগিত হওয়ার পর তাঁর একটি ভিডিও ভাইরাল হচ্ছে। দাবি করা হচ্ছে যে, এটি বিয়ের পরের ভিডিও। ভিডিওতে তিনি তাঁর পরিবারের সঙ্গে রয়েছেন এবং শরীরী ভাষা একেবারে নিস্তেজ। তাঁর মুখে বিষণ্ণতা স্পষ্ট দেখা যাচ্ছে। তিনি পাপারাজ্জিদের থেকে কার্যত লুকিয়ে চলে যান।