Rishabh Pant: ২০২৪ আইপিএল মরসুমেই ২২ গজে প্রত্যাবর্তন করছেন পন্থ, জানিয়ে দিল ডিসি কর্তৃপক্ষ

ABP Ananda Updated at: 12 Dec 2023 07:13 AM (IST)
Edited By: Goutam Roy

IPL 2024 Delhi capitals: গত বছর গাড়ি দুর্ঘটনা পর থেকে আর প্রতিযোগিতামূলক ক্রিকেটে দেখা যায়নি  পন্থকে। তিনি দিল্লির অধিনায়ক।

ঋষভ পন্থ (ফাইল ছবি)

NEXT PREV

নয়াদিল্লি: প্রায় এক বছর পর ২২ গজে প্রত্যাবর্তন করতে চলেছেন ঋষভ পন্থ (Rishabh Pant)।  আসন্ন ২০২৪ আইপিএল (IPL 2024) ক্রিকেট মাঠে ফের ফিরছেন তরুণ এই উইকেটকিপার ব্যাটার।  গত বছর গাড়ি দুর্ঘটনা পর থেকে আর প্রতিযোগিতামূলক ক্রিকেটে দেখা যায়নি পন্থকে। 


এই মুহূর্তে বেঙ্গালুরু ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে রিহ্যাব সারছেন পন্থ।  দিল্লি ক্যাপিটালসের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে আগামী মাসুমের আইপিএলে পন্থই অধিনায়ক হিসেবে মাঠে নামবেন।  তবে পুরোটাই নির্ভর করছে এনসিএ থেকে পাওয়া ফিটনেস রিপোর্ট এর উপর।  আশা করা হচ্ছে আগামী ফেব্রুয়ারিতে এনসিএ থেকে রিপোর্ট পেয়ে যাবেন। 


ঠিক এক বছর আগের ডিসেম্বর। বাড়ি ফেরার পথে ভয়াবহ গাড়ি দুর্ঘটনা হয়েছিল ঋষভ পন্থের (Rishabh Pant)। অল্পের জন্য প্রাণরক্ষা হয় তরুণ উইকেটকিপার-ব্যাটারের। তারপর থেকে মাঠের বাইরে পন্থ। ফিট হয়ে ওঠার জন্য লড়াই করছেন।


গত আইপিএলে (IPL) খেলতে পারেননি। তবে তাঁকে ধরে রেখেছে দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। এবার দিল্লির জার্সিতেই এক বছর পর বাইশ গজে ফিরবেন ঋষভ। তার আগে জোরকদমে প্রস্তুতি সেরে নিচ্ছেন। মাঝে মধ্যেই নিজের ফিটনেসের আপডেট সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন পন্থ। রবিবার তাঁর শরীরচর্চার একটি ভিডিও আপলোড করেছেন। সেখানে জিমে কসরত করতে দেখা যাচ্ছে রুরকির তরুণ ক্রিকেটারকে। ভক্তরাও তা দেখে আশায় বুক বাঁধছেন। ফের ব্যাট হাতে পন্থকে মাঠে দেখতে মুখিয়ে সকলে।








এর মধ্যে শোরগোল পড়ে গিয়েছে একটি আলোচনাকে ঘিরে। চেন্নাই সুপার কিংসের হয়ে এবারের আইপিএলই হয়তো শেষ আইপিএল হতে পারে মহেন্দ্র সিংহ ধোনির। পরের আইপিএলে মাহিকে দেখা যাবে কি না, কোনও নিশ্চয়তা নেই। ধোনির বিদায়ের পর কি পন্থকে সেই জায়গায় দলে নেবে চেন্নাই সুপার কিংস?


জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার দীপ দাশগুপ্ত অন্তত সেরকমই মনে করছেন। জানিয়েছেন, ধোনির আদর্শ বিকল্প হতে পারেন পন্থ। রুরকির উইকেটকিপার-ব্যাটারকে ধোনির বিকল্প হিসাবে দলে পেতে ঝাঁপাতে পারে পাঁচবারের চ্যাম্পিয়ন সিএসকে।


একটা দুর্ঘটনা কীভাবে সব ওলটপালট করে দিতে পারে তার অন্যতম উদাহরণ ঋষভ পন্থের জীবন। ছুটিতে মায়ের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন গত ডিসেম্বরের এক রাতে। সেই সময় গাড়ি দুর্ঘটনার কবলে পড়েন। তারপর থেকে দীর্ঘদিন শয্য়াশায়ী ছিলেন। ডান হাঁটুতে হয়েছে একাধিক অস্ত্রোপচার। একটু সুস্থ হতেই বিছানা ছেড়েছেন পন্থ। ব্যাট বলের বৃত্তে ফেরার জন্য মুখিয়ে রয়েছেন। চোটের জন্য গত মরসুমের আইপিএলে অংশ নিতে পারেননি। সেই সঙ্গেই বিশ্বকাপ-সহ একাধিক টুর্নামেন্টে দেখা যায়নি পন্থকে।







 

Published at: 12 Dec 2023 07:12 AM (IST)

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.