সিডনি: দ্বিতীয়বার বাবা হলেন প্যাট কামিন্স। বর্ডার গাওস্কর ট্রফির পরই চোটের জন্য ছিটকে গিয়েছিলেন। যদিও তার আগেই শ্রীলঙ্কা সফর থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন কামিন্স। কারণ তাঁর স্ত্রী গর্ভবতী ছিলেন। পিতৃত্বকালীন ছুটি নিয়েছিলেন। শেষ পর্যন্ত ৮ ফেব্রুয়ারি কামিন্স ও তাঁর স্ত্রী বেকির ঘর আলো করে এল কন্যা সন্তান। অজি অধিনায়ক সোশ্য়াল মিডিয়ায় এই সুখবর নিজেই জানিয়েছেন। তারকা দম্পতি সদ্যোজাত কন্যার নাম রেখেছেন এডিথ। সদ্যোজাতের সঙ্গে একটি ছবি তুলে নিজের ইন্সটাগ্রামে শেয়ার করেছেন কামিন্সের স্ত্রী বেকি। ওই পোস্টে তিনি লেখেন, ''সে এসেছে। আমাদের সুন্দরী, ছোট্ট মেয়ে এডি। আমরা এখন খুবই আনন্দিত এবং আবেগে ভাসছি। এই অনুভূতির ব্যাখ্যা দিলে শব্দও কম পড়বে।''
উল্লেখ্য, এর আগে ২০২১ সালে প্রথমবার বাবা হয়েছিলেন কামিন্স। সেবার তাঁর স্ত্রী পুত্র সন্তানের জন্ম দিয়েছিলেন। তাঁদের ছেলের নাম অ্য়ালবি। দ্বিতীয় সন্তানের জন্মের আগে প্যাটের স্ত্রী বেকি জানিয়েছিলেন, ''প্রথম সন্তান অ্যালবির জন্মের পর প্রথম দিকে আমি থাকতে পারিনি পরিবারের সঙ্গে। তাই এ বার কীভাবে পরিবারের সঙ্গে বেশি সময় কাটানো যায়, তার পরিকল্পনা করছি।''
এদিকে, চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে পুরোপুরি ছিটকে গিয়েছেন কামিন্স। তাঁকে ছাড়াই অস্ট্রেলিয়া পাকিস্তানের মাটিতে আয়োজিত চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে নামবে। এমনকী কামিন্স ছাড়াও হ্য়াজেলউড, মার্শ কেউই খেলছেন না। স্টোইনিসকেও পাওয়া যাবে না।
কিন্তু সবচেয়ে বড় সমস্যা কামিন্সের পরিবর্তে অজি শিবিরের নেতৃত্ব কে দেবেন? এই পরিস্থিতিতে স্টিভ স্মিথ ও ট্রাভিস হেডের নাম উঠে আসছেন। যাঁরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন---
স্টিভ স্মিথ: অস্ট্রেলিয়া ক্রিকেট দলের চ্যাম্পিয়ন্স ট্রফিতে নেতৃত্ব দেওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন স্টিভ স্মিথ। জাতীয় দলের পূর্ণ সময়ের অধিনায়ক ছিলেন তিনি। এই মুহূর্তে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজে অস্ট্রেলিয়া দলক স্মিথই নেতৃত্ব দিচ্ছেন। ওয়ান ডে ফর্ম্য়াটে অজি তারকা ব্যাটার মোট ৫৯ ম্য়াচে নেতৃত্ব দিয়েছেন। তার মধ্যে ৩১ ম্য়াচে দল জিতেছে। ২৫ ম্য়াচে অস্ট্রেলিয়া হেরেছে। স্মিথের অধিনায়ক হিসেবে জয়ের শতকরা হার ৫২.৫৪।
ট্রাভিস হেড: ২০২৪ সালে অস্ট্রেলিয়ার জার্সিতে সবচেয়ে বেশি রান করেছেন ট্রাভিস হেড। সাদা বল, লাল বল উভয় ফর্ম্য়াটেই হেড দুর্দান্ত পারফর্ম করেছেন। টি-টোয়েন্টি ফর্ম্য়াটে একটি মাত্র ম্য়াচে নেতৃত্ব দিয়েছিলেন স্মিথ। কিন্তু সেই ম্য়াচটি হেরে গিয়েছিল অস্ট্রেলিয়া। প্রথম শ্রেণির ক্রিকেটে ২৭টি ম্য়াচে নেতৃত্ব দিয়েছেন হেড। জয়ের শতকরা হার ৪৪.৪৪%।