করাচি: বিশ্বকাপের পরই পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়াতে চাপ তৈরি করা হয়েছিল। এরপর নিজেই ইস্তফা দিয়েছিলেন বাবর আজম। এবার শোনা যাচ্ছে যে ফের বাবরকেই অধিনায়ক পদে দেখতে চাইছেন নির্বাচকরা ও টিম ম্য়ানেজমেন্ট। তার জন্য নাকি বাবরকে অনুরোধও করা হয়েছে পিসিবির পক্ষ থেকে। সূত্রের খবর, আগামী জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপের পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে ফের বাবরকে দেখতে চাইছে বোর্ড। 


গত বছর ওয়ান ডে বিশ্বকাপের পরই সীমিত ওভারের ফর্ম্যাটে নেতৃত্ব থেকে সরে দাঁড়ান বাবর। শাহিন আফ্রিদিকে টি-টোয়েন্টি আন্তর্জাতিকে পাকিস্তানের অধিনায়ক নির্বাচত করা হয়। লাল বলের ক্রিকেট থেকেও সরে দাঁড়ান বাবর। তখন শান মাসুদকে নেতৃত্বভার দেওয়া হয়। কিন্তু পাকিস্তান ক্রিকেটে এরপর পারফরম্য়ান্সের গ্রাফ আরও নেমে যায়। টেস্ট সিরিজে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সব ম্য়াচ হেরে যায় তারা। কিউয়িদের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ৪-১ ব্যবধানে হেরে যায় শাহিন আফ্রিদির দল। বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল, টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নতুন অধিনায়ক পাবে পাকিস্তান। দৌড়ে এগিয়ে ছিলেন মহম্মদ রিজওয়ান। কিন্তু এবার শোনা যাচ্ছে বাবরকেই দেখা যেতে পারে অধিনায়ক হিসেবে। 


এদিকে, টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে চান, তাই অবসর ভেঙে ফিরলেন মহম্মদ আমির।  মাত্র ২৭ বছর বয়সে ২০২০ সালে অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন বাঁহাতি পাক পেসার। এবার ফের দেশের জার্সিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে নামতে চান আমির। নিজের সোশ্যাল মিডিয়ায় আমির লিখেছেন, ''আমি এখনও পাকিস্তানের হয়ে খেলার স্বপ্ন দেখি। জীবনে কখনও কখনও এমন সময় আসে, যখন কিছু সিদ্ধান্ত আবার বিবেচনা করে দেখতে হয়। আমার এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের কথা হয়েছে। তারা আমাকে দলে ফেরানোর আশ্বাস দিয়েছেন। পাকিস্তান দলে আমার প্রয়োজন আছে বলে মনে করছেন কর্তারা। আমি পরিবারের সঙ্গেও কথা বলেছি। সিদ্ধান্ত নিয়েছি যে, নির্বাচকেরা যদি মনে করেন আমি দলে ফিরতে পারি, তাহলে আমি তৈরি।'' এই তালিকায় রয়েছেন ইমাদ ওয়াসিমও। তিনিও অবসর ভেঙে ফিরে এসেছেন। তিনি সোশ্য়াল মিডিয়ায় লিখেছেন, ''পিসিবি কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর আমি এই কথা বলতে পারি যে আমার অবসরের বিষয়টি পুনর্বিবেচনা করে ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছি। ২০২৪ টি ২০ বিশ্বকাপের আগে আমি এই সংস্করণে পাকিস্তানের ক্রিকেটে আমার ফেরার বিষয়টি নিশ্চিত করছি। আমার প্রতি পিসিবি যে আস্থা রেখেছে তাঁর কারণে তাদের ধন্যবাদ জানাতে চাই। দেশের জন্য ভালো করতে আমি নিজের সেরাটা উজাড় করে দেব। পাকিস্তান আমার কাছে সবার আগে।''