নয়াদিল্লি: ভারতীয় ক্রিকেট (Indian Cricket) বোর্ডে বিরাট রদবদল ঘটতে চলেছে। বিসিসিআইয়ের (BCCI) সর্বোচ্চ স্তরে ঘটতে চলেছে এই বদল। বোর্ড সভাপতি হিসাবে দায়িত্ব ছাড়ছেন রজার বিনি (Roger Binny)। তাঁর পরিবর্তে অন্তর্বর্তীকালীন সভাপতি কে হচ্ছেন, তাও নাকি নির্ধরিত হয়ে গিয়েছে। 

Dainik Jagran-র রিপোর্ট অনুযায়ী বোর্ড সভাপতি হিসাবে নিজের দায়িত্ব ছাড়ছেন প্রাক্তন ভারতীয় বিশ্বজয়ী অধিনায়ক। তাঁর বদলে বোর্ডের তরফে আপাতত বোর্ড সভাপতি হিসাবে বিনির জায়গায় এতদিন সহ-সভাপতির দায়িত্বে থাকা রাজীব শুক্লাকে (Rajeev Shukla) অন্তর্বর্তীকালীন সভাপতি হিসাবে নিয়োগ করা হচ্ছে।

সৌরভ গঙ্গোপাধ্যায়ের পর ২০২২ সালের অক্টোবরে বোর্ড সভাপতি হিসাবে দায়িত্ব নিয়েছিলেন রজার বিনি। কিন্তু হঠাৎ কেন বোর্ড সভাপতির পদ থেকে সরে দাঁড়াচ্ছেন রজার বিনি। এই বছরের ১৯ জুলাই ৭০-র গণ্ডি পার করেছেন রজার বিনি। বিসিসিআইয়ের নিয়ম অনুযায়ী কোনও আধিকারিক যদি ৭০-র গণ্ডি পার করে যান, তাহলে তাঁকে আধিকারিকের পদ ছেড়ে দিতে হয়। সেই নিয়মের জেরেই রজার বিনিকে সভাপতির পদ ছাড়তে হচ্ছে।

রাজীব শুক্লার বয়স ৬৫। তাই তিনি এখনও এর আওতায় পড়েন না। তিনি ২০২০ সাল থেকে বোর্ডের সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন। সেই রাজীব শুক্লাই এবার নাকি বোর্ডের সভাপতি হচ্ছেন। তিনিই পরবর্তী বার্ষিক সাধারণ সভা পর্যন্ত সভাপতি হিসাবে নিত্যদিনের দায়িত্ব সামলাবেন। সেপ্টেম্বরেই এই সভা আয়োজিত হওয়ার কথা। অর্থাৎ একদম অল্প কয়েকদিনের জন্যই তিনি সভাপতি পদে থাকবেন।

এই দিনকয়েক আগেই একটি রিপোর্ট দাবি করা হয়েছিল বিনির বয়স ৭০-র গণ্ডি পার করলেও, তিনি নতুন স্পোর্টস বিল অনুযায়ী পরবর্তা বোর্ড বৈঠক অবধি অন্তত নিজের পদে অব্যাহত  থাকবেন। স্পোর্টস বিল অনুযায়ী কোনও আধিকারিক ৭৫ বছর বয়স পর্যন্ত বোর্ডের কোনও পদে থাকতে পারবেন। তবে বিসিসিআইয়ের জন্য এই বয়স সীমা ৭০-ই বহাল রাখা হয়েছে। তাঁরা এখনও এই নতুন বিল পর্যবেক্ষণ করে তারপরেই সিদ্ধান্ত নেবে।

এই বিষয়ে অবগত বিসিসিআইয়ের এক আধিকারিক জানান, 'জাতীয় স্পোর্টস বিল এই সদ্যই পাস করা হয়েছে। তাই ওটা পড়ে গোটাটা বুঝতে আমাদের খানিকটা সময় লাগবে। তারপরেই তো এই বিল বুঝে সেই অনুযায়ী আমরা কোনও সিদ্ধান্ত নিতে পারব।' তাই দিনকয়েকের জন্য হলেও ভারতীয় ক্রিকেট বোর্ডে নতুন সভাপতির আগমন ঘটছে।