করাচি: আইপিএল নিয়ে যখন গোটা বিশ্বক্রিকেট মাতোয়ারা, তখনই পাকিস্তান সুপার লিগের (PSL 2025) দশম সংস্করণ চলছে। তৃতীয় ম্যাচে জেমস ভিন্সের শতরানের সাহায্যে করাচি কিংস মুলতান সুলতানদের বিরুদ্ধে ৪ উইকেটে জয়ী হয়েছে। ৪৩ বলে ১০১ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন জেমস ভিন্স। যার জন্য তাঁকে প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত করা হয়। এই চমৎকার ইনিংসের জন্য করাচি কিংস তাকে পুরস্কার হিসেবে কী দিয়েছে? হেয়ার ড্রায়ার! আইপিএলে যা ভাবাই যায় না। পাড়ার টুর্নামেন্টে যে ধরনের পুরস্কার দেখা যায়।

এই ম্যাচে মুলতান সুলতানরা প্রথমে ব্যাটিং করে ২৩৪ রান করেছিল। জবাবে করাচি কিংস ১৯.২ ওভারে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যপূরণ করে। এই ম্যাচে দর্শক সংখ্যা নিয়ে তুমুল বিতর্ক হচ্ছে। কারণ নিরাপত্তার জন্য ৬ হাজারের বেশি লোক নিয়োজিত হয়েছিলেন। কিন্তু দর্শক সংখ্যা তার চেয়েও কম ছিল। মাত্র ৫ হাজার লোক এই ম্যাচ দেখতে স্টেডিয়ামে এসেছিলেন। 

জেমস ভিন্স পেলেন হেয়ার ড্রায়ার

করাচি কিংস তাদের সোশ্যাল মিডিয়ায় জেমসকে পুরস্কার দিচ্ছে এমন একটি ভিডিও শেয়ার করেছে। প্রথমে ভক্তরা বিশ্বাসই করতে পারেননি যে, তাঁকে সত্যিই পুরস্কার হিসেবে হেয়ার ড্রায়ার দেওয়া হচ্ছে। একজন নেটিজেন লেখেন, "পরের ম্যাচে পুরস্কার হিসেবে লাঞ্চ বক্স দেওয়া ভাল হবে।" আরেকজন সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, "এভাবে আপনারা পিএসএল-কে প্রোমোট করছেন না, বরং অপমান করছেন।"

পাকিস্তান সুপার লিগের ১০ম সংস্করণ ১১ এপ্রিল থেকে শুরু হয়েছে, যা ১৮ মে পর্যন্ত চলবে। ৬টি দলের মধ্যে মোট ৪টি স্টেডিয়ামে ৩৪টি ম্যাচ খেলা হবে। এখনও পর্যন্ত টুর্নামেন্টে ৪টি ম্যাচ শেষ হয়েছে। পয়েন্ট টেবিলে লাহৌর কলন্দার্স প্রথম স্থানে রয়েছে।