নয়াদিল্লি: প্যারিস অলিম্পিক্সের (Paris Olympics 2024) জন্য ভারতের পতাকা বাহক পিভি সিন্ধু (PV Sindhu)। মহিলা অ্য়াথলিটদে মধ্য়ে তিনি পতাকা বইবেন। আর পুরুষ প্রতিযোগীদের মধ্য়ে পতাকা বইবেন শরথ কমল (Sharath Kamal)। অন্য়দিকে ভারতের 'শেফ দ্য মিশন' হলেন গগন নারাং। মেরি কমের (Mary kom) পরিবর্ত হিসেবে তাঁর নাম ঘোষণা করা হল। সোমবার ইন্ডিয়ান অলিম্পিক্স অ্যাসোসিয়েশনের সভাপতি পিটি উষা বলেন, ''আমরা শেফ দ্য মিশন হিসেবে অলিম্পিকের পদক জয়ীকেই চাইছিলাম। মেরি কমের বদলে গগন নারাং রাজি হয়েছে এই দায়িত্ব নিতে। অলিম্পিকে জোড়া পদকজয়ী ভারতের একমাত্র মহিলা ক্রীড়াবিদ পিভি সিন্ধু দেশের পতাকা বহন করবে। ওর সঙ্গে থাকবে শরথ কমল। আশা করছি প্যারিস অলিম্পিকে আমাদের ক্রীড়াবিদরা সেরাটাই দেবে।'' উল্লেখ্য, এই শেফ দ্য মিশন হিসেবে প্যারিসে যাওয়ার কথা ছিল মেরি কমের। কিন্তু তিনি আচমকাই সরে দাঁড়িয়েছিলেন। ব্যক্তিগত কিছু কারণ দেখিয়ে সরে দাঁড়িয়েছিলেন প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন বক্সার। এরপরই গগন নারাংকে দায়িত্ব দেওয়া হল শেফ দ্য মিশন হিসেবে। 


কিছুদিন আগেই দেশবাসীকে প্য়ারিস অলিম্পিক্সে অংশগ্রহণকারীদের উৎসাহ বাড়ানোর জন্য আবেদনও করেন প্রধানমন্ত্রী মোদি। তিনি আশাবাদী যে এবারে ভারতের অলিম্পিক্স প্রতিনিধি দল আরও অনেক ইতিহাস গড়বে। 'বন্ধুগণ, আসন্ন প্যারিস অলিম্পিক্সে আমি আশাবাদী যে আপনারা অনেককিছু প্রথমবার দেখতে চলেছেন। শ্যুটিংয়ে আমরা ক্রমশই উন্নতি করছি। টেবিল টেনিসে ভারতীয় পুরুষ ও মহিলা, উভয় দলই ছাড়পত্র পয়েছে। আমাদের মেয়েরা তো শ্যুটিংয়ে শট গানে অংশগ্রহণ করবে। এবার তো আমাদের প্রতিনিধিরা ঘোড়সওয়ারি এবং কুস্তিতেও অংশ নেবেন। এর আগে এমনটা কোনদিনও হয়নি। এর থেকেই বোঝা যায় যে ক্রীড়াক্ষেত্রে এক ভিন্ন ধরনের উদ্দীপনা এবার কাজ করবে।'


প্যারা অলিম্পিক্সে ভারতীয় অ্যাথলিটদের সাফল্যের কথা স্মরণ করিয়ে দিয়ে মোদি বলেন, 'আমরা বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে নিজেদের সেরা পারফরম্যান্স করেছিলাম। দাবা এবং ব্যাডমিন্টনেও আমাদের ক্রীড়াবিদরা বেশ ভাল পারফর্ম করে সাফল্য এনে দিয়েছেন। তাই গোটা দেশই অলিম্পিক্সেও অ্যাথলিটদের থেকে ভাল পারফরম্যান্সের আশায় রয়েছে।' উল্লেখ্য়, ভারতীয় দল ২০২০ টোকিও অলিম্পিক্সে একটি সোনা, দুইটি রুপো এবং চারটি ব্রোঞ্জসহ মোট সাতটি পদক জিতেছিল। সেই পদকসংখ্যা ছাপিয়ে যাওয়ার উদ্দেশ্যেই এবারের অলিম্পিক্সে মাঠে নামবে ভারতীয় অ্যাথলিটরা। এখন দেখার আগের বারের পদক সংখ্যার থেকে বেশি পদক নিয়ে আসতে পারেন কি না ভারতের প্রতিযোগীরা।