আমদাবাদ: টুর্নামেন্ট সেরার পুরস্কার জিতেছেন তিনি। প্রথমবার কেরিয়ারে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছেন। মুম্বইয়ের রাস্তায় জনসমুদ্র দেখে অবাক হয়ে গিয়েছিলেন। সাফল্যের শিখরে থাকা বুমরা যেন এখনও বিশ্বাসই করতে পারছেন না তিনি বিশ্বজয়ী। বুমরা বলছেন, ''মনে হচ্ছে এখনও স্বপ্নের মধ্যে আছি।'' নিজের ইনস্টাগ্রামে পোস্টে এক ভিডিও বার্তায় বুমরা বলছেন, ''গত কয়েকদিন আমার জন্য ভীষণ স্পেশাল ছিল। আমি স্বপ্নের মধ্য়ে রয়েছি। গত কয়েকদিন ধরে খুব খুশি রয়েছি।'' যশপ্রীত বুমরা গত টি-টোয়েন্টি বিশ্বকাপে মোট আট ম্য়াচ খেলতে নেমেছিলেন। আর মোট ১৫ উইকেট ঝুলিতে পুরেছেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ফাইনালের ম্যাচেও ২ উইকেট নিয়েছিলেন বুমরা।


 






সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও ভাইরাল হয়েছে। আমদাবাদে বুমরার ঘরে ফেরার সেই ভিডিওতে তাঁকে গাড়ি থেকে নামতেই ফুল ছিটিয়ে বরণ করে নিতে দেখা যায়। এর সঙ্গে মিষ্টি খাওয়ানো তো ছিল। উচ্ছ্বসিত জনগণ বুমরাকে দেখেই সেলফি, ভিডিও তুলতে শুরু করে দেন। ছিল ফুলের তোড়া, সই মেটানোর আবাদারও। তাঁকে দেখেই ওঠে জনরোল। বুমরার ঘরে ফেরার এই ভিডিওটি ফের একবার ভারতীয় ক্রিকেটপ্রেমীদের তাঁর প্রতি ভালবাসা এবং দেশের বিশ্বজয়ে তাঁর অবদান প্রমাণ করে দেয়।


ওয়াংখেড়েতে সমর্থকদের সমাগম দেখে আপ্লুত বুমরা বলেছিলেন, 'আমি অনূর্ধ্ব ১৯ ক্রিকেটার হিসেবে এসেছিলাম এই মাঠে। কিন্তু আজ এই মাঠের ও মুম্বইয়ের রাস্তার যে ছবি দেখলাম, আমি জীবনেও আজ পর্যন্ত এমনটা কখনও দেখিনি। আমরা কখনও এই মুহূর্তটা ভুলব না। আমি নিজেকে এখনও তরুণ সদস্য মনে করি দলের। আমাদের একটাই লক্ষ্য যে ভারতীয় দলকে এগিয়ে নিয়ে যাওয়া।' 


বোর্ডের সংবর্ধনা মঞ্চে ওয়াংখেড়েতে সঞ্চালক গৌরব কপূর মজা করে প্রশ্ন করলেন, বিরাট, রোহিত, জাডেজা অবসর নিয়ে নিলেন। আপনিও খুব তাড়াতাড়ি অবসর নেবেন না তো? বুমরা কিন্তু সমর্থকদের আস্বস্ত করলেন। তারকা পেসার বলছেন, ''আমার অবসর এখনও অনেক দূরের গল্প। কেরিয়ার তো সবে শুরু হল।'' 


আরও পড়ুন: দেশের হয়ে পদক জিতেছেন, তবুও অভাবের সংসারে হাল ফেরাতে চন্দ্রিকার দিন শুরু হয় চাষের জমিতে