দোহা: কাতার বিশ্বকাপ জিতেছে আর্জেন্তিনা। ফ্রান্সকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে লিওনেল মেসির দল। এবার কাতার বিশ্ববিদ্যালয়ের যে ঘরে মেসিরা ছিলেন, সেই ঘরটিকে মিনি মিউজিয়াম হিসেবে গড়ে তোলা হচ্ছে। কাতার বিশ্ববিদ্য়ালয়ের তরফে এক বিবৃতি দিয়ে জানানো হয়েছে, লিওনেল মেসি যে ঘরটিতে ছিলেন। সেই ঘরটিকে জাদুঘর করা হবে। মেসির যাবতীয় ছবি, স্মারক, ক্রীড়া সরঞ্জাম সেখানে থাকবে। মেসির নামেই হবে জাদুঘরের নাম। কাতার সরকারের তরফে ভাবনা চিন্তা করা হচ্ছে যে মেসিকে দিয়েই সেই মিউজিয়ামের উদ্বোধন করানোর। 


ফটো সিরিজ প্রকাশের সঙ্গেই কাতার বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ের বি-২০১ রুম যেখানে ছিলেন মেসি, সেটিকে সংরক্ষণ করে জাদুঘর বানানোর পরিকল্পনা করছে তারা। মেসিকে সম্মান জানাতেই এই সিদ্ধান্ত কাতারের।


ছোটবেলা স্বপ্ন দেখতেন, তিনি ফুটবলার হবেন। তাঁর বায়োপিকেও দেখা গিয়েছিল যে, স্কুলের দলে গোলকিপার হিসাবে খেলছেন। মহেন্দ্র সিং ধোনি বরাবরই ফুটবলের দারুণ ভক্ত। অনুশীলনের মাঝেও সুযোগ পেলেই ফুটবল নিয়ে নেমে পড়তে দেখা যায় তাঁকে। নিজেও ছোটবেলায় চুটিয়ে ফুটবল খেলেছেন।


এবার সেই ধোনির মেয়ে জীভার জন্য উপহার এল ফুটবলের বিশ্বচ্যাম্পিয়ন দলের মহাতারকার থেকে।


বিশ্বকাপে আর্জেন্তিনা (Argentina) ৩৬ বছর পর ফের চ্যাম্পিয়ন হয়েছে। অধিনায়ক লিওনেল মেসির (Lionel Messi) নামে জয়ধ্বনি দিচ্ছে গোটা বিশ্বের কোটি কোটি ভক্ত। আর্জেন্তিনার ভক্ত ভারতীয় ক্রিকেট দলের বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র ধোনিও (Mahendra Singh Dhoni)। তাঁর মেয়ে ছোট্ট জিভা এবার শিরোনামে।


জন্মদিনের পার্টিতে মেসি


বিশ্বকাপ জয়ের পর থেকে তাঁকে ঘিরে গণউন্মাদনা। লিওনেল মেসি (Lionel Messi) যেখানেই যাচ্ছেন, ঘিরে ধরছে জনতা। চলছে তাঁর নামে জয়োধ্বনি।


মঙ্গলবার ভাই রদ্রিগোর মেয়ের ১৫তম জন্মদিনে গিয়েছিলেন মেসি। সঙ্গী স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো ও তিন সন্তান। কেন্টাকিতে মেসি যখন পৌঁছন, রাত ৯টা বাজে। নিজেই গাড়ি চালিয়ে গিয়েছিলেন মেসি। কাতার থেকে ফেরার পর মেসির বাড়ির সামনে সারাদিন ধরেই ভিড়। মেসি নিজে গাড়ি চালিয়ে বেরতেই জনতা তাঁর নামে জয়োধ্বনি দিতে শুরু করে। গান শুরু হয়, 'ওলে ওলে ওলে, লিও লিও'। মেসি ভক্তদের দিকে হাসিমুখে হাত নাড়েন।


আর্জেন্তিনা থেকে জিভার জন্য জার্সি পাঠিয়েছেন বিশ্ব ফুটবলের মহাতারকা লিওনেল মেসি। আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে খুদে জিভা। মেসি সেই জার্সিতে লিখেছেন, 'জিভার জন্য'। সেই জার্সি পরে দারুণ খুশি ধোনির মেয়ে। বড়দিনে এমন উপহার পেয়ে উচ্ছ্বাসে ভাসছে খুদে। জিভার ইনস্টাগ্রামে লেখা হয়েছে, 'যেমন বাবা, তেমন মেয়ে'। ছবিতে দেখা গিয়েছে, মেসির ১০ নম্বর জার্সি পরে রয়েছে জিভা। তাতে মেসির অটোগ্রাফ।