ব্রিসবেন: বৃষ্টিবিঘ্নিত ব্রিসবেন টেস্টের (IND vs AUS 3rd Test) শেষ লগ্নে আসল সরকারি ঘোষণা। আন্তর্জাতিক ক্রিকেটকে চিরতরে বিদায় জানালেন আর অশ্বিন (R Ashwin)। আর কোনওদিন জাতীয় দলের জার্সি পরে ২২ গজ মাতাতে দেখা যাবে না তারকা বোলারকে। তাঁর বিদায়বেলায় গোটা বিশ্ব থেকে ভেসে এসেছে শুভেচ্ছাবার্তা। বিশেষ উপহার এল অস্ট্রেলিয়ান সাজঘর থেকেও।
আন্তর্জাতিক ক্রিকেটার হিসাবে নিজের শেষ সাংবাদিক সম্মেলন সেরে ভারতীয় সাজঘরের দিকে ফিরতেই অশ্বিনকে হর্ষ ভোগলে থেকে বিভিন্ন ম্য়াচ আধিকারিক শুভেচ্ছা জানান। তখনই গাব্বার হলে অশ্বিনের দিকে এগিয়ে আসেন দুই অজ়ি তারকা। একজন অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্স ও অপরজন ন্যাথান লায়ন। তাঁদের সঙ্গে ছিল এক বিশেষ জার্সি। যে জার্সিতে গোটা অস্ট্রেলিয়ান দলের (Australian Cricket Team) তারকাদের স্বাক্ষর ও শুভেচ্ছাবার্তা ছিল। অশ্বিন ও লায়নকে বরাবরই পরস্পরের দক্ষতার প্রশংসা করতে শোনা গিয়েছে। দুইজনের মধ্যেকার একে অপরের প্রতি গভীর সম্মান ও শ্রদ্ধাও রয়েছে।
অশ্বিনের বিদায়বেলাতেও বিসিসিআইয়ের শেয়ার করা একটি ভিডিওতে সেই ছবিই ধরা পড়ল। অশ্বিনের হাতে ওই বিশেষ জার্সিটি তুলে দেন লায়ন। হলে দাঁড়িয়েই কামিন্স ও লায়নের সঙ্গে বেশ খানিকটা সময় কথাবার্তা বলেন সদ্য প্রাক্তন ভারতীয় তারকা। তাঁকে কুর্নিশ জানিয়ে প্যাট কামিন্সকে বলতে শোনা যায়, 'অনেক অনেক অভিনন্দন বন্ধু। ধন্যবাদ। তুমি বরাবরই দারুণ পারফর্ম করেছ।'
তবে এমন মাঝ সিরিজ়ে হঠাৎ করেই অশ্বিনের অবসরের ঘটনায় না না মহল থেকে প্রশ্ন উঠছে। হঠাৎ মাঝ সিরিজ়েই অবসর কেন? দলের অন্দরমহলের পরিবেশ নিয়েও অনেকে না না কথা বলছেন। এরই মাঝে অশ্বিনের সোশ্যাল মিডিয়া পোস্ট কিন্তু জল্পনা আরও বাড়লই বটে। অবসরের পরেই সোশ্যাল মিডিয়ায় একটি লাইন লিখে নিজের ক্রিকেটীর সফরের বিভিন্ন মুহূর্তের ছবি ও ভিডিও দিয়ে একটি কোলাজ বানিয়ে পোস্ট করেন অশ্বিন।
সেই ক্যাপশনেই তিনি লিখেছেন, 'The love we give away is the only love we keep.' বাংলা করলে দাঁড়ায়, যতটুকু ভালবাসা আমরা দিই, সেই ভালবাসাই আমরা ফিরে পাই। অশ্বিনের পোস্টে কি দলের প্রতি তাঁর অভিমান প্রতিফলিত হয়েছে? চলছে জোর জল্পনা।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: আচমকা চিন্তার মেঘ অস্ট্রেলিয়া শিবিরে, বড় সুবিধা পেয়ে যেতে পারে টিম ইন্ডিয়া