কাবুল: কেকেআরের এ বারের আইপিএলজয়ী দলের সদস্য ছিলেন। টুর্নামেন্টের প্লে অফের ম্যাচগুলিতে খেলেছিলেন দলের হয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপেও আফগানিস্তানের সেমিফাইনাল পর্যন্ত স্বপ্নের দৌড়ে সামিল ছিলেন রহমানুল্লা গুরবাজ় (Rahmanullah Gurbaz)। সেই তারকা ক্রিকেটারই এবার প্রাণঘাতী চোটের কবলে।


আফগান তারকা দেশের মাটিতে শিপগিজ়া ক্রিকেট লিগে খেলছিলেন। সেই লিগে ম্যাচের আগে অনুশীলনের সময় চোট লাগে তাঁর। অনুশীলনে তাঁর ঘাড়ে বল লাগে। সঙ্গে সঙ্গে তাঁর চিকিৎসা চালু হয়। তবে পরিস্থিতির উন্নতি হওয়ার বদলে অবনতি ঘটে। সেই কারণেই কোনওরকম ঝুঁকি না নিয়ে তাঁকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে গুরবাজ়ের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে। ছবিতে তারকা কিপারের গলায় কলার লাগানো এবং তাঁকে হাসপাতালের বেডে শুয়ে থাকতে দেখা যাচ্ছে। 


গুরবাজ় চোট সারিয়ে আবার কবে মাঠে নামবেন এই বিষয়ে কোনওরকম নিশ্চয়তা নেই। তাঁর ফিটনেস নিয়ে প্রশ্নচিহ্ন রয়েছে। স্পিনঘার টাইগার্সের হয়ে শিপগিজ়া লিগে খেলা গুরবাজ়ের চোট নিয়ে অবশ্য আফগানিস্তান ক্রিকেট বোর্ডের তরফে সরকারিভাবে এখনও কোনওরকম বিবৃতি দেওয়া হয়নি। ৯ সেপ্টেম্বর থেকে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে আফগানিস্তান টেস্ট খেলতে নামবে। সেই একমাত্র টেস্টে গুরবাজ় খেলবেন কি না, সেই নিয়েও সন্দেহ রয়েছে। তবে এই সিরিজ়ের আগে আফগান বোর্ডের তরফে এক বড় ঘোষণা কর হল। রশিদ খানদের দলের সহকারী কোচের পদে নিয়োগ করা হল আর শ্রীধরকে। 


 






ভারতীয় দলের হয়ে ৩০০-র অধিক আন্তর্জাতিক ম্যাচে অতীতে ফিল্ডিং কোচের দায়িত্ব সামলেছেন শ্রীধর। টিম ইন্ডিয়া তাঁর তত্ত্বাবধানে দুইটি ৫০ ওভার এবং দুইটি টি-টোয়েন্টি বিশ্বকাপও খেলেছে। আইপিএলেও পাঞ্জাব কিংসের সাপোর্ট স্টাফে ছিলেন শ্রীধর। এবার সেই শ্রীধরকেই সহকারী কোচ হিসাবে নিয়োগ করল আফগানিস্তান ক্রিকেট বোর্ড। তিনি কিউয়িদের বিরুদ্ধে টেস্ট ম্যাচের পাশাপাশি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ়েও দলের সঙ্গে কাজ করবেন। আপাতত অল্প সময়ের চুক্তি দেওয়া হলেও, ভবিষ্যতে তাঁর সঙ্গে পরিস্থিতি বুঝে লম্বা চুক্তি করারও পূর্বাভাস দেওয়া হয়েছে বোর্ডের তরফে।   


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: ভারতীয়দেরও স্পিন খেলা শেখাতে হবে! কেন স্পিনারদের সামলাতে হিমশিম খাচ্ছেন কোহলিরা?