কলকাতা: ইডেনে ভারত-দক্ষিণ আফ্রিকা (IND vs SA) ম্যাচের আগেরদিনই ভারতীয় শিবিরে বড় ধাক্কা লাগে। গোড়ালির চোটের জেরে গোটা টুর্নামেন্ট থেকেই ছিটকে গিয়েছেন ভারতীয় দলের (Indian Cricket Team) তারকা অলরাউন্ডার হার্দিক পাণ্ড্য (Hardik Pandya)। তাঁর বদলে প্রসিদ্ধ কৃষ্ণকে দলে ডেকে নেওয়া হয়েছে। তবে ম্যাচের আগের দিন ভারতীয় কোচ রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) এক মন্তব্য নিয়ে কিন্তু সোশ্য়াল মিডিয়ায় বেশ শোরগোল পড়ে গিয়েছে।
দ্রাবিড় জানান যে হার্দিকের অনুপস্থিতিতে ভারতীয় দল পাঁচ বোলার নিয়েই বাকি টুর্নামেন্ট খেলবে। তবে ভুল পায়ে ইনসুইং বলা করা এক বোলারকে বিকল্প হিসাবে দেখা গেলেও যেতে পারে বলে পূর্বাভাস দেন দ্রাবিড়। তিনি সাংবাদিক সম্মেলনে বলেন, 'আমরা ষষ্ঠ বোলিং বিকল্প নিয়ে মাঠে নামার পরিস্থিতিতে নেই। তবে আমাদের কাছে ভুল পায়ে ভব় করে ইনসুইং করা বোলারকে ডেকে নেওয়ার একটা বিকল্প কিন্তু আছে। দর্শকরা সকলেই ওর সমর্থনে গলা ফাটাবে। এমন পরিস্থিতিতে ও কয়েক ওভার হাত ঘুরিয়ে উইকেট এনে দিলে কিন্তু আমি অবাক হব না।'
তিনি আরও যোগ করেন, 'দর্শকরা গত ম্যাচেও চাইছিল যাতে ওকে বল করতে দেওয়া হয়। ওকে বল করানো হবে বলে ঠিকও করা হয়েছিল। এছাড়া সূর্য তো হাত ঘোড়াতে পারে। রোহিতও বল করেছে অল্প স্বল্প। হার্দিক আমাদের ষষ্ঠ বোলার হিসাবে ভাল বিকল্প ছিল। তবে ষষ্ঠ বোলার ছাড়াই আমরা গত চার ম্যাচ খেলেছি। এমনকী বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ়েও ষষ্ঠ বোলার ছাড়াই আমরা ম্যাচ খেলেছি।'
এই বোলার যে বিরাট কোহলি (Virat Kohli), সেটা বুঝতে কিন্তু কারুরই খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়। এবার ইডেন গার্ডেন্সে কোহলিকে বল করতে আদৌ দেখা যায় কি না, সেটাই দেখার বিষয়। তিনি কিন্তু ইতিমধ্যেই এবারের বিশ্বকাপে বল করে ফেলেছেন। ইডেনে এবার তিনি বল আবারও বল করেন কি না, সেটাই দেখার বিষয়।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial