মুম্বই: ভারতীয় ক্রিকেট দলের হেডকোচ হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup 2024) জিতেছেন। রোহিত শর্মার নেতৃত্বে গত ২৯ জুন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ফাইনালে ৭ রানে জয় ছিনিয়ে নেয় টিম ইন্ডিয়া। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পরই কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন রাহুল দ্রাবিড়। রোহিতের ট্রফি জয়ের মঞ্চেও বার দুয়েক ছাড়া বেশ নির্লিপ্ত লেগেছিল তাঁকে। অতিরিক্ত উচ্ছ্বাসে গা ভাসানো, নিজেকে বারবার আলোচনার কেন্দ্রে নিয়ে আসা কখনওই পছন্দ করতেন না। এবার আরও একবার খবরে রাহুল দ্রাবিড়। নিজের মহানুভবতার পরিচয় দিলেন বিরাট, হার্দিকদের প্রাক্তন হেডকোচ।
বোর্ডের তরফে বিশ্বচ্যাম্পিয়ন ভারতীয় দলের জন্য ১২৫ কোটি আর্থিক পুরস্কার ঘোষণা করা হয়েছে। সেখানে রোহিতরাও আর্থিক পুরস্কার পাবেন। কোচ , সাপোর্ট স্টাফরাও পাবেন আবার রিজার্ভে থাকা রিঙ্কু, গিলরাও আর্থিক পুরস্কার পাবেন। কোচ রাহুল দ্রাবিড় হেডকোচের পদে ছিলেন, তাই তাঁর জন্য বরাদ্দ আর্থিক পুরস্কারের পরিমাণ ছিল ৫ কোটি টাকা। অন্য়দিকে অন্যান্য কোচিং স্টাফদের জন্য ২.৫ কোটি টাকা আর্থিক পুরস্কার ঘোষণা করা হয়েছিল। কিন্তু এখানেই পিছিয়ে এসেছেন রাহুল দ্রাবিড়।
সূত্র অনুযায়ী, রাহুল নাকি হেডকোচের জন্য পাঁচ কোটি টাকা নিতে রাজি হননি। ব্যাটিং কোচ বিক্রম রাঠোর, ফিল্ডিং কোচ টি দিলীপ, বোলিং কোচ পারস মামব্রের জন্য বরাদ্দ যেমন ২.৫ কোটি। ঠিক সেই সমপরিমাণ অর্থই নিতে চেয়েছেন দ্রাবিড়। বাকি আড়াই কোটি নাকি বোর্ডকে ফিরিয়ে দিয়েছেন বিশ্বকাপজয়ী কোচ। এর আগে অনূর্ধ্ব ১৮ বিশ্বকাপে জয়ের পর কোচ থাকায় তিনি ৫০ লক্ষ টাকা আর্থিক পুরস্কার পেয়েছিলেন। বাকি সাপোর্ট স্টাফরা ২০ লক্ষ টাকা করে পেয়েছিলেন। প্লেয়াররা প্রত্যেকে ৩০ লক্ষ টাকা করে আর্থিক পুরস্কার পেয়েছিলেন।
উল্লেখ্য, বোর্ডের তরফে জানানো হয়েছে যে মূল ১৫ জনের যে দল, সেই দলের প্রত্যেক সদস্যই পাঁচ কোটি টাকা করে পুরস্কার পাবেন। স্যামসন, চাহালরা কোনও ম্য়াচ না খেললেও রোহিত, বিরাটদের মতই সমান অর্থ পুরস্কার পাবেন। বাকি স্টাফেরা পাবেন মাথা পিছু ২ কোটি টাকা করে। যাঁদের মধ্যে রয়েছেন ৩ জন ফিজিওথেরাপিস্ট, ৩ জন থ্রো ডাউন স্পেশালিস্ট, ২ জন ম্যাসিওর আর স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ সোহম দেশাই। খালি হাতে ফিরতে হচ্ছে না দলের তিন স্ট্যান্ড বাই ক্রিকেটার রিঙ্কু সিংহ, শুভমন গিল ও খলিল আমেদকেও। তাঁরা প্রত্যেকে ১ কোটি টাকা করে পাচ্ছেন। ১ কোটি টাকা করে পাচ্ছেন নির্বাচকদের প্রত্যেকে।