কাবুল: টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup2024) দুর্দান্ত পারফর্ম করেছে আফগানিস্তান ক্রিকেট দল (Afganistan Cricket Team)। নিউজিল্য়ান্ড, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, বাংলাদেশের মত দলকে হারিয়ে চমকে দিয়েছিল রশিদ খানের নেতৃত্বাধীন দলটি। সেমিতে উঠে ইতিহাসও গড়েছিল। কিন্তু প্রোটিয়াদের বিরুদ্ধে হেরে স্বপ্নভঙ্গ হয় আফগানদের। বিশ্বকাপ জেতার একটা সুবর্ণ সুযোগ ছিল আফগানিস্তানের সামনে। কিন্তু অল্পের জন্য তীরে এসে তরী ডোবে। আফগানিস্তানের অধিনায়ক রশিদ খান এর আগে একটা সাক্ষাৎকারে বলেছিলেন যে দেশ বিশ্বকাপ না জেতা পর্যন্ত বিয়ে করবেন না। এবারই সবচেয়ে ভাল সুযোগ ছিল। যেই সুযোগ হাতছাড়া করেছে আফগানিস্তান ক্রিকেট দল। তাহলে কি রশিদ খান বিয়ে করবেন না?


সাল ২০২০। এক সাক্ষাৎকারে রশিদ খান জানিয়েছিলেন, ''আমি একমাত্র ইনগেজমেন্ট ও বিয়ে তখনই করব, যখন আফগানিস্তান বিশ্বকাপ জিততে পারবে। তার আগে আমি বিয়ে করব না।'' ২০২০ সালের পর চার বছর কেটে গিয়েছে। এর মাঝে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০২৩ ওয়ান ডে বিশ্বকাপ কেটে গিয়েছে। কিন্তু আফগানিস্তান বিশ্বজয় করতে পারেননি।


২০২০ সালেই নিজের মাকে হারিয়েছিলেন রশিদ। কেরিয়ারে ৫টি টেস্ট, ১০৩টি ওয়ান ডে ও ৯৩টি টি-টোয়েন্টি খেলেছেন। আইপিএলে ১২১ ম্য়াচ খেলেছেন এখনও পর্যন্ত রশিদ। 


প্রোটিয়াদের বিরুদ্ধে সেমিতে হারের পর রশিদ বলেছিলেন, ''আমাদের জন্য একটা কঠিন সময়, কঠিন রান ছিল। আমরা আরও ভাল কিছু করতেই পারতাম। কিন্তু এটাই টি-টোয়েন্টি ক্রিকেটের মজা। মানসিকভাবে যে কোনও পরিস্থিতির জন্য তৈরি থাকতে হয় এই ফর্ম্য়াটে। ওঁদের বোলিং অসাধারণ হয়েছে। এককথায় দুর্দান্ত। আমরা একেবারেই ভাল ব্যাটিং করতে পারিনি।'' গোটা টুর্নামেন্ট দাপট দেখিয়েছে আফগানিস্তানের বোলিং লাইন আপ। তারকা লেগস্পিনার সেই প্রসঙ্গে বলেছিলেন, ''বোলারদের প্রশংসা করতেই হবে আমাকে। দলের প্রতিটা বোলার দুর্দান্ত বোলিং করেছে গোটা টুর্নামেন্টে। মুজিব চোট পেয়ে বেরিয়ে যাওয়ার পর দায়িত্ব বেড়েছিল। আমাদের দুর্ভাগ্য যে মুজিব চোট পেয়ে বেরিয়ে গেল। কিন্তু আমাদের পেসাররা ও স্পিন ডিপার্টমেন্ট, বিশেষ করে নবি দুর্দান্ত পারফর্ম করেছেন। নতুন বলে ও দারুণ বল করেছে। এটা আমাদের স্পিনারদের কাজটাও সহজ করে দিয়েছিল। আমরা গোটা টুর্নামেন্টটা বেশ উপভোগ করলাম। সেমিফাইনাল খেলতে পেরেছি আমরা, আর একটা বিশ্বমানের দক্ষিণ আফ্রিকা দলের বিরুদ্ধে হার স্বীকার করে নিচ্ছি।''