নয়াদিল্লি: ১২ বছর পর আবার জাতীয় দলের হয়ে নামবেন দ্রাবিড়। হ্যাঁ, ঠিকই পড়েছেন ফের ভারতীয় দলের জার্সি গায়ে ২২ গজে খেলতে দেখা যাবে দ্রাবিড়কে। তবে রাহুল দ্রাবিড় (Rahul Dravid) নন, জাতীয় দলে সুযোগ পাওয়া তাঁর পুত্র সমিত দ্রাবিড়কে (Samit Dravid) ভারতের হয়ে খেলতে দেখা যেতে পারে। ভারতীয় অনূর্ধ্ব ১৯ দলে সুযোগ পেয়েছেন ভারতীয় কিংবদন্তির পুত্র।


২১ সেপ্টেম্বর থেকে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একাধিক ফর্ম্যাটের সিরিজ় খেলবে ভারতীয় তরুণরা। সেই ওয়ান ডে এবং লাল বলের দুই সিরিজ়ের জন্য ভারতীয় অনূর্ধ্ব ১৯ দলে ডাক পেয়েছেন সমিত। বাবার মতোই ঘরোয়া ক্রিকেটে কর্ণাটকের হয়ে খেলেন সমিত। আপাতত তিনি বেঙ্গালুরুতে মহারাজা টি-২০ ট্রফি খেলতে ব্যস্ত। এরই মাঝে এল জাতীয় দলে ডাক। 


অবশ্য চলতি টুর্নামেন্টে খুব একটা ভাল ফর্মে নেই সমিত। তিনি বল করার সুযোগই পাননি। আর ব্যাট হাতে সাত ইনিংসে তাঁর সর্বোচ্চ সংগ্রহ ৩৩ রান। তবে ফাস্ট বোলিং অলরাউন্ডার সমিত কিন্তু কোচবিহার ট্রফিতে বেশ ভাল পারফর্ম করেছিলেন। আট ম্যাচে ১৮ বছর বয়সি তারকা মোট ৩৬২ রান করেছিলেন। তাঁর চওড়া ব্যাটে ভর করেই কর্ণাটক প্রথমবার কোচবিহার ট্রফি জেতে। বল হাতেও ১৮ বছর বয়সি তরুণের টুর্নামেন্টে পারফরম্যান্স ছিল নজরকাড়া। আট ম্যাচে তিনি ১৬টি উইকেট নিয়েছিলেন। সেই পারফরম্যান্সের দৌলতেই জাতীয় অনূর্ধ্ব ১৯ দলে ডাক পেলেন সমিত। 


 






অজ়িদের বিরুদ্ধে ওয়ান ডে ফর্ম্যাটে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন উত্তরপ্রদেশের মহম্মদ আরমান। আর চার দিনের ম্যাচগুলিতে অধিনায়কত্ব করবেন সোহম পটবর্ধন। ৩০ সেপ্টেম্বর ও ৭ অক্টোবর চেন্নাইয়ে দুইটি চার দিনের ম্যাচ খেলবে ভারত এবং অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব ১৯ দলগুলি। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: বুচি বাবু ট্রফিতে বিপত্তি, হাতে চোট পেলেন সূর্যকুমার যাদব, আদৌ দলীপ ট্রফিতে খেলতে পারবেন তো?