মুম্বই: ২৯ অগাস্ট দিনটা সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) কাছে খুবই অর্থবহ। কেন? কারণ এটি তাঁর মা রজণী তেন্ডুলকরের জন্মদিন। ধুমধাম করে 'মাস্টার ব্লাস্টার'সহ গোটা তেন্ডুলকর পরিবার রজণী দেবীর জন্মদিন পালন করলেন।
সচিন নিজের সোশ্যাল মিডিয়া সকলের সঙ্গে মিলে মায়ের জন্মদিন পালনের একটি ছবি সুন্দর একটি ক্যাপশনসহ পোস্ট করেন। রজণী তেন্ডুলকরের কেক কাটার ছবিটির ক্যাপশনে মাস্টার ব্লাস্টার লেখেন, 'মায়ের জন্মদিন আজ আমরা সকলে এখানে একসঙ্গে রয়েছি। এর থেকে ভাল আর কী ই বা হতে পারে। আমরা তোমাকে অনেক ভালবাসি মা। তুমি আমাদের জগত। শুভ জন্মদিন। তোমার স্নেহের ছায়ায় থাকতে পেরে আমরা সুখী। শুভ জন্মদিন মা।'
সচিন বরাবরই নিজের পরিবারকে সবার আগে রাখেন। তাঁর মায়ের প্রতি ভালবাসা বারংবার প্রকাশ্যেও ধরা পড়েছে। ২০১৩ সালে 'মাস্টার ব্লাস্টার' নিজেই বোর্ডের কাছে মুম্বইয়ের ওয়াংখেড়েতে তাঁর শেষ টেস্ট ম্যাচ আয়োজন করার অনুরোধ করেছিলেন। কারণ একটাই, ঘরের মাঠে খেলা হলে যে তাঁর মা শেষ একবার তাঁর ছেলেকে খেলতে দেখতে পাবেন। সচিনের মা তাঁর কেরিয়ারের শেষ টেস্ট ম্যাচ দেখতে তো এসেছিলেনই, গোটা সময়ই গ্যালারিতে বসেই খেলাও দেখেছিলেন।
সম্প্রতি সচিনের খুশি হওয়ার আরও একটি কারণ তাঁকে উপহার দিয়েছে মহারাষ্ট্র সরকার। রমাকান্ত আচরেকরের কাছেই ক্রিকেটের অ, আ, ক, খ শিখেছিলেন সচিন। তাঁর প্রশিক্ষণ কেন্দ্র থেকেই শুরু হয়েছিল বিশ্বের সেরা হওয়ার সফর। এবার মহারাষ্ট্র সরকারের তরফে সচিনের ছোটবেলার কোচ রমাকান্ত আচরেকরের মূর্তি নির্মানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূর্তিটি নির্মিত হবে শিবাজী পার্কে, যেখানে একদা অনুশীলন করতেন সচিন। এই সিদ্ধান্তের জন্য মহারাষ্ট্র সরকারকে কৃতজ্ঞতাও জানাতে ভোলেননি সচিন তেন্ডুলকর।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: পাকিস্তানের সাজঘরে বিরাট অশান্তি! শান মাসুদ-শাহিন আফ্রিদির মারপিট থামাতে গিয়ে মার খেলেন রিজওয়ান?