ধর্মশালা: আজ ধর্মশালার এইপিসিএ স্টেডিয়ামে (HPCA Stadium) মুখোমুখি ভারত ও নিউজ়িল্যান্ড (IND vs NZ)। বিশ্বকাপে (ODI World Cup 2023) এখনও পর্যন্ত দুই অপরাজিত দল একে অপরের মুখোমুখি হবে। দুই শক্তিশালী দলের হাড্ডাহাড্ডি ম্যাচ দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা। কিন্তু আবহাওয়ার যা পূর্বাভাস, তাতে ক্রিকেটপ্রেমীরা একেবারেই খুশি হবেন না।


ধর্মশালায় নেদারল্য়ান্ডস বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচে বৃষ্টি বিঘ্ন ঘটিয়েছিলেন। দুর্ভাগ্যবশত ভারত বনাম নিউজ়িল্যান্ড ম্যাচেও সেই ধারা অব্যাহত থাকার সম্ভবনা প্রবল। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী রবিবার সকাল ও বিকেলে বৃষ্টির হওয়ার সম্ভাবনা রয়েছে বেলা তিনটে পর্যন্ত বৃষ্টি হওয়ার ৪৭ শতাংশ সম্ভাবনা রয়েছে। তবে সময় যত গড়ায়, ততই বৃষ্টির সম্ভাবনাও কমে। বিকেল চারটে থেকে ছয়টার মধ্যে ১৪ থেকে ১০ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সন্ধ্যায় ছয়টার পর বৃষ্টি হবে না, তা একপ্রকার কার্যত নিশ্চিত। অর্থাৎ ম্যাচ সম্পূর্ণ ভেস্তে না গেলেও, বৃষ্টির জেরে ম্যাচে বাঁধার সৃষ্টি হতে পারে এবং ওভারও কমতে পারে। 


এই ম্যাচে ভারতের হয়ে চোটের কারণে খেলতে পারবেন না তারকা অলরাউন্ডার হার্দিক পাণ্ড্য। তবে হার্দিক না খেললেও, তাঁর অনুপস্থিতিতে ভারতীয় দলের খুব একটা সমস্যা হবে না এবং ভারতীয় দলে যথেষ্ট বিকল্প রয়েছে বলেই মনে করছেন ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়। ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, 'হার্দিক চারটি সিম বোলারের অন্যতম। তাই ও না থাকায় কেমন, কী দল হবে সেটা দেখা যাক। আমরা তিনটি ফাস্ট বোলার বা তিন স্পিনার নিয়ে মাঠে নামতেই পারি। প্রচুর বিকল্প তো রয়েইছে। আগেভাগে আমি কিছু জানাতে চাই না।'


বিকল্প আছে বটে, তবে নিউজ়িল্যান্ড ম্যাচের জন্য টিম ইন্ডিয়ার একাদশ ইতিমধ্যেই বাছাই করা হয়ে গিয়েছে বলেও জানিয়ে দেন দ্রাবিড়। 'কোন একাদশ নিয়ে আমরা নামব, তা তো ঠিক হয়ে গিয়েছে। বেশি কিছু বলব না। তবে দলের ভারসাম্য় বজায় রাখতে ভিন্ন ভিন্ন বিকল্প রয়েছে। শামির মতো একজন বোলার বাইরে বসে রয়েছে। ওকে এই ম্য়াচ খেলানোর একটা ভাল সুযোগ রয়েছে। অশ্বিনের দক্ষতা নিয়েও প্রশ্ন থাকতে পারে না। ও তো বাইরে বসে রয়েছে। তাই হার্দিক ফিট হওয়া এইরকম বেশ কয়েকটি বিকল্প আমাদের কাছে আছে।' বলেন ভারতীয় দলের কোচ।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: কিউয়িদের বিরুদ্ধে কেমন হতে পারে টিম ইন্ডিয়ার একাদশ? কী বললেন কোচ দ্রাবিড়?