মুম্বই: সদ্য তেন্ডুলকর পরিবারে উৎসবের সুর শোনা গিয়েছিল । কিংবদন্তি ক্রিকেটার সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) পুত্র অর্জুন তেন্ডুলকরের বাগদান সম্পন্ন হয়েছে । শুক্রবার ফের তেন্ডুলকর পরিবারে খুশির মুহূর্ত তৈরি হল । কারণ, এদিন সচিনের মায়ের জন্মদিন । সেই উপলক্ষ্যে কেক কাটা হল । পরিবারের সকলের সঙ্গে মিষ্টি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন সচিন নিজেই । মুহূর্তে তা ভাইরাল হল ।

সচিন ছবি পোস্ট করার পাশাপাশি একটি দারুণ বার্তাও দিলেন । লিখলেন, ' আমি তোমার গর্ভে জন্ম নিয়েছিলাম । সেই কারণেই আমি আমি হয়েছি । তুমি আমার কাছে আশীর্বাদ । তোমার জন্যই আমি উন্নতি করে গিয়েছি । তুমি শক্তিশালী । সেই কারণেই আমরা শক্তিশালী থেকেছি । মা, তোমাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা । '                

সচিনের মায়ের জন্মদিনে সচিন-অঞ্জলির সঙ্গেই ছিলেন অর্জুন ও সারা তেন্ডুলকর । হাজির ছিলেন সচিনের দাদা অজিত তেন্ডুলকরও । সচিনের উত্থানের নেপথ্যে যাঁর অবদান অবিস্মরণীয় হয়ে রয়েছে । চকলেট কেক কেটে জন্মদিন পালন করেন সচিনের মা রজনী তেন্ডুলকর ।

 

বুধবার ছিল গণেশ চতুর্থী । গণপতি আরাধনায় মেতেছিল গোটা দেশ । মহারাষ্ট্রে তো গণেশ পুজো ঘিরে রয়েছে উৎসবের আবহ । যে উৎসবে সামিল হয়েছিলেন সচিনও । মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর পরিবারের সদস্যদের সঙ্গে মুম্বইয়ের বিখ্যাত লালবাগচারাজা মণ্ডপে গিয়ে গণেশ চতুর্থীর পুজো দিয়েছেন । ভারতের ঐতিহ্যবাহী পোশাক পরেছিলেন সচিন । সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী অঞ্জলি, ছেলে অর্জুন ও মেয়ে সারা । পুজো দেওয়ার সময় তাঁদের বিভিন্ন মুহূর্ত ক্যামেরায় ধরা পড়ে । সচিন ও তাঁর পরিবারকে দেখতে উপচে পড়ে ভিড় ।  সচিন নিজে বাড়িতেও গণেশ আরাধনা করেন । সেই ছবিও তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন ।