কলকাতা: আজ, শনিবার রাখিবন্ধন (Raksha Bandhan 2025) । সারা দেশে সৌভ্রাতৃত্বের এই উৎসব, রাখিবন্ধন মহা ধুমধামের সঙ্গে পালিত হচ্ছে । এই উৎসবে বোন তার ভাইকে রক্ষা সূত্র অর্থাৎ রাখি বাঁধে, এবং ভাই তার বোনকে সব ধরনের সমর্থন করার এবং তাকে রক্ষা করার প্রতিশ্রুতি দেয় । সব মিলিয়ে এই উৎসব ভাই ও বোনের সম্পর্কের মধ্যে নতুন উদ্দীপনা ও আনন্দ যোগ করে । ক্রিকেটেও এমন অনেক ভাই ও বোনের জুটি রয়েছে, যারা মাঠে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে সুনাম অর্জন করেছে । আজ রাখিবন্ধনের দিনে রইল সেই তালিকা । 

ওয়াশিংটন সুন্দর এবং শৈলজা সুন্দর 

সম্প্রতি ইংল্যান্ডের বিরুদ্ধে খেলা টেস্ট সিরিজে ওয়াশিংটন সুন্দর বল ও ব্যাট উভয় বিভাগেই দারুণ পারফর্ম করেছেন । ভারত পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ ২-২ ব্যবধানে ড্র করে, এবং এতে সুন্দরের গুরুত্বপূর্ণ অবদান ছিল । অনেকেই জানেন না যে, ওয়াশিংটন সুন্দরের বোন শৈলজা সুন্দরও একজন ক্রিকেটার । শৈলজা তামিলনাড়ুর হয়ে ঘরোয়া ক্রিকেট খেলেছেন ।  

স্মৃতি মান্ধানা এবং শ্রাবণ মান্ধানা

ভারতীয় মহিলা ক্রিকেটের অন্যতম বড় নাম স্মৃতি মান্ধানা । বাঁহাতি ব্যাটার মান্ধানা একজন ধ্রুপদী ক্রিকেটার । তাঁর সাফল্যের ঝুলিতে আন্তর্জাতিক ক্রিকেটে অনেক বড় রেকর্ড রয়েছে । খুব কম লোকই জানেন যে, স্মৃতি মান্ধানার ভাই শ্রাবণ মান্ধানাও একজন ক্রিকেটার । তিনি একটা সময় চুটিয়ে ক্রিকেট খেলেছেন, তবে এখন শ্রাবণ মান্ধানা ক্রিকেট মাঠে সক্রিয় নন । 

পবন নেগি এবং ববিতা নেগি 

ভারতের হয়ে একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলা পবন নেগি আইপিএলে বেশ আলোড়ন সৃষ্টি করেছিলেন । নেগি দীর্ঘদিন ধরে চেন্নাই সুপার কিংসের হয়েও খেলেছেন । এছাড়াও তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলেরও ক্রিকেটার ছিলেন । একটা সময় তাঁকে ৮ কোটি টাকা দাম দিয়ে কিনেছিল দিল্লি ক্যাপিটালস । যা নিয়ে হইচইও কম হয়নি । পবন ভারতের হয়ে একটি টি-টোয়েন্টি ম্যাচে ১৬ রান করেছিলেন এবং একটি উইকেটও নিয়েছিলেন । যদিও, এরপর তিনি আর আন্তর্জাতিক ক্রিকেটে সুযোগ পাননি । এখন তিনি লেজেন্ডস লিগে খেলেন । পবন নেগির বোন ববিতা নেগিও ক্রিকেটার । দিল্লির হয়ে ঘরোয়া ক্রিকেট খেলেন ।