লখনউ: ম্যাচের প্রথম দিন সেঞ্চুরির পর সুদীপ চট্টোপাধ্যায় (Sudip Chatterjee) জানিয়েছিলেন, দ্বিতীয় দিন আরও ৬০-৭০ রান যোগ করতে পারলে ভাল জায়গায় থাকবে বাংলা। শনিবার, লখনউয়ের একানা ক্রিকেট স্টেডিয়ামে রঞ্জি ট্রফির (Ranji Trophy) ম্যাচের দ্বিতীয় দিন সেই লক্ষ্য পূরণ করতে পারেনি বাংলার লোয়ার অর্ডার। শুক্রবারের স্কোরের সঙ্গে আর ৪২ রান যোগ করে শেষ হয় শাহবাজ আমেদদের লড়াই। ৩১১ রানে শেষ হয় বাংলার প্রথম ইনিংস।


জবাবে ব্যাট করতে নেমে বাংলাকে চাপে রেখেছে উত্তর প্রদেশ। বৃষ্টি ও খারাপ আবহাওয়ার জন্য ম্যাচের দ্বিতীয় দিন পুরো সময় খেলা হয়নি। তার মাঝেই বাংলার বোলিংয়ের স্নায়ুর পরীক্ষা নিয়ে উত্তর প্রদেশ ৬৪ ওভারে তুলেছে ১৯৮/৩। ইনিংস ওপেন করতে নেমে ৯০ রানে ক্রিজে রয়েছেন আরিয়ান জুয়েল। সঙ্গে ২০ রান করে ক্রিজে সিদ্ধার্থ যাদব। বাংলার চেয়ে আর মাত্র ১১৩ রানে পিছিয়ে উত্তর প্রদেশ। রবিবার, ম্যাচের তৃতীয় দিন বাংলার বোলাররা জ্বলে না উঠলে প্রথম ইনিংসের লিড ও অন্তত ৩ পয়েন্ট না হাতছাড়া হয় বাংলার।


রঞ্জি ট্রফির প্রথম ম্যাচের প্রথম ইনিংসেই পুরনো রোগে আক্রান্ত হয়েছিল বাংলা। শুক্রবার ভাল জায়গা থেকে পরপর উইকেট হারিয়ে খেই হারায় বাংলার ইনিংস। প্রথমে ব্যাট করে শুরুতেই অভিমন্যু ঈশ্বরণকে হারানোর পর ১৪/১ স্কোর থেকে দুই সুদীপ - ত্রিপুরা ছেড়ে বাংলার জার্সিতে প্রত্যাবর্তন ঘটানো সুদীপ চট্টোপাধ্যায় ও সুদীপ ঘরামি মিলে দ্বিতীয় উইকেটে ১৯৮ রান যোগ করেন। ৯০ রান করে ফেরেন সুদীপ ঘরামি। সুদীপ করেন ১১৬।


তবে এরপরই আচমকা ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে বাংলা। শুক্রবারই শেষ বেলায় মাত্র ৫৭ রানের মধ্যে ৬ উইকেট হারিয়েছিল বাংলা। ২১২/১ থেকে দিনের শেষে বাংলার স্কোর দাঁড়িয়েছিল ২৬৯/৭। ব্যাট হাতে ব্যর্থ অনুষ্টুপ মজুমদার (১), অভিষেক পোড়েল (২), ঋদ্ধিমান সাহা (০), ঋত্বিক চট্টোপাধ্যায় (১২)। শাহবাজ শনিবার ৪৪ রানে আউট হন। উত্তর প্রদেশের বোলারদের মধ্যে যশ দয়াল ও বিপ্রজ নিগম ৪টি করে উইকেট নেন।


জবাবে ব্যাট করতে নেমে উত্তর প্রদেশের দুই ওপেনার ৮৩ রান যোগ করেন। স্বস্তিক ৪১ রান করে শাহবাজের বলে ফেরেন। কেকেআরের ক্রিকেটার নীতীশ রানা ৩২ করেন। জোড়া উইকেট শাহবাজের। এক উইকেট মহম্মদ কাইফের। মুকেশ কুমার, সূরয সিন্ধু জয়সওয়ালরা কোনও উইকেট পাননি।


আরও পড়ুন: আইপিএলে দিল্লি ক্যাপিটালস ছাড়ছেন ঋষভ পন্থ? কেন এমন পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়?


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।