কলকাতা: পুঁজি ছিল মাত্র ১১৩ রানের লিড। উত্তর প্রদেশের হাতে তখনও ৭ উইকেট। সেঞ্চুরির মুখে দাঁড়িয়েছিলেন উত্তর প্রদেশের ওপেনার আরিয়ান জুয়েল। শনিবার দিনের খেলার শেষে বাংলা শিবিরে (Bengal vs Uttar Pradesh) চেপে বসেছিল গুমোট পরিস্থিতি।


রবিবার মাঠে অবশ্য অসাধ্য সাধন করলেন বাংলার বোলাররা। ম্যাচের তৃতীয় দিন মাত্র ৯৪ রান খরচ করে তুলে নিলেন উত্তর প্রদেশের বাকি সাত উইকেট। ১৯৮/৩ থেকে ২৯২ রানে অল আউট হয়ে গেল উত্তর প্রদেশ। ১৯ রানের মহার্ঘ লিড পেল বাংলা।যেখানে এক সময় মনে হয়েছিল, উত্তর প্রদেশই প্রথম ইনিংসের লিড নেবে। শনিবার উইকেটহীন মুকেশ কুমার (Mukesh Kumar) নিলেন ৪ গুরুত্বপূর্ণ উইকেট। ৪ উইকেট শাহবাজ আমেদের। জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় ইনিংসে ম্যাচের তৃতীয় দিনের শেষে বাংলার স্কোর ১৪১/০। অভিমন্যু ঈশ্বরণ ৭৮ রানে ও প্রথম ইনিংসে সেঞ্চুরি করা সুদীপ চট্টোপাধ্যায় ৫৯ রানে ক্রিজে রয়েছেন।


শনিবার নখদন্তহীন দেখানো বাংলার বোলিং রাতারাতি বদলে গেল কীভাবে? বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্ল লখনউ থেকে মোবাইল ফোনে শোনালেন সেই কাহিনি। এবিপি আনন্দকে বললেন, 'শনিবার জন্মদিন ছিল মুকেশ কুমারের। মাঠে ওর বোলিং দেখে বেশ খারাপই লেগেছিল। কারণ, এই মুকেশ কুমারকে আমি চিনি না। ও নিজের ছন্দে ছিল না। সন্ধ্যায় টিমহোটেলে ফিরে কেক কেটে  সকলে মিলে মুকেশের জন্মদিন সেলিব্রেট করি। তারপরই ওকে মনে করিয়ে দিই, বল হাতে কী করতে পারে মুকেশ কুমার। নিজের দক্ষতার প্রতি সুবিচার করার কথা বলি। তারই প্রতিফলন দেখা গেল রবিবার মাঠে। সেই চেনা মুকেশ কুমার। দুরন্ত বল করে ওদের ইনিংস গুটিয়ে দিল। সঙ্গে শাহবাজও নিল চার উইকেট।'


যদিও লক্ষ্মীরতন হতাশ কারণ, উত্তর প্রদেশ শেষ উইকেটে ৪৪ রান যোগ করেছে। বাংলার কোচ বলছিলেন, 'অন্তত ৭০ রানের লিড নিতে পারতাম।'


তৃতীয় দিনের শেষে বাংলার হাতে ১৬০ রানের লিড। রয়েছে ১০ উইকেট। সোমবার ম্যাচের শেষ দিন কি জয়ের জন্য ঝাঁপাবে বাংলা? লক্ষ্মীরতন বলছেন, 'প্রথম ঘণ্টাটা গুরুত্বপূর্ণ। উইকেটটা ক্রমশ চ্যালেঞ্জিং হচ্ছে। তবে প্রথম ঘণ্টা ভালভাবে কাটিয়ে দিতে পারলে দ্রুত রান তোলার দিকে যাব। ২৮০ রানের লিড নিতে পারলে উত্তর প্রদেশকে ব্যাট করতে পাঠানোর কথা ভাবব। খেলাটার নাম ক্রিকেট। কে বলতে পারে উত্তর প্রদেশকে দ্রুত অল আউট করে দিয়ে পুরো ৬ পয়েন্ট নিয়ে ফিরব না আমরা? আমি আশাবাদী থাকছি।'


আরও পড়ুন: আইপিএলে দুর্দশা কাটাতে পুরনো কোচকেই ফেরাল মুম্বই ইন্ডিয়ান্স, ফিরবে কি ট্রফি ভাগ্য?

 



আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।