কাবুল: যুদ্ধবিরতি লঙ্ঘন করেই আফগানিস্তানে এয়ার স্ট্রাইক করেছিল পাকিস্তান। যাতে তিন আফগান ঘরোয়া ক্রিকেটারের মৃত্যু হয়েছে। যা নিয়ে তোলপাড় পড়ে গিয়েছে ক্রিকেট বিশ্বে। পাকিস্তানের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলার কথা ছিল আফগানিস্তানের। কিন্তু সেই সিরিজ বাতিল করেছে আফগান ক্রিকেট বোর্ড। এদিকে, নিজের দেশের তিন তরুণ ক্রিকেটারের মৃত্যুতে কড়া সিদ্ধান্ত নিতে চলেছেন রশিদ খান। তারকা আফগান লেগস্পিনার নিজের সোশ্য়াল মিডিয়ায় পাকিস্তান ক্রিকেটের সমালোচনায় মুখর হয়েছেন। এমনকী পিএসএল থেকেও নাম তুলে নিয়েছেন।

Continues below advertisement

উল্লেখ্য, আগামী ১৭ নভেম্বর থেকে শুরু হওয়ার কথা ছিল পাকিস্তান, আফগানিস্তান ও শ্রীলঙ্কার ত্রিদেশীয় সিরিজ। নিজের সোশ্য়াল মিডিয়ায় রশিদ বলেছেন, ''মানবাধিকার লঙ্ঘন করেছে, এই কাজকে কোনওভাবেই সমর্থন করা যায় না। আফগানিস্তানের উপর পাকিস্তানের ভয়াবহ হামলা। যার ফলে মহিলা, শিশু সহ বহু আফগান নাগরিকদের মৃত্যু হয়েছে। শুধু তাই নয়। আমাদের দেশের তিন তরুণ ক্রিকেটারও প্রাণ হারিয়েছেন। যারা আজ প্রাণ হারালেন সেসব তরুণ ক্রিকেটাররা একসময়ে ভেবেছিলেন যে আন্তর্জাতিক মঞ্চে তারা খেলবেন। তবে বর্তমানে সেসব অতীত। সেই স্বপ্ন আজ স্বপ্নই রয়েই গেল। এই কাজকে কোনওভাবেই সমর্থন করা যায় না। ক্রিকেট বোর্ড যা সিদ্ধান্ত নিয়েছে তাকে আমরা স্বাগত জানাচ্ছি। দেশ ও দেশের মর্যাদা সবার আগে।'' পিএসএল-এ লাহোর কালান্দার্সের হয়ে খেলেন রশিদ খান। ২০২১ সাল থেকেই এই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে জড়িয়ে রয়েছেন তারকা লেগস্পিনার। কিন্তু নিজের বায়ো থেকেও এবার পিএসএল দলের নাম তুলে দিয়েছেন তারকা ক্রিকেটার।

Continues below advertisement

উল্লেখ্য়, সম্প্রতি ভয়ঙ্কর সীমান্ত-সংঘর্ষে জড়িয়ে পড়েছে পাকিস্তান ও আফগানিস্তান। গত বুধবার দিনের শুরুতেই তাতে বেশকিছু মানুষ নিহত ও জখম হন। রিপোর্ট অনুযায়ী, পাকিস্তান সেনার একটি সীমান্ত আউটপোস্ট ভেঙে গুঁড়িয়ে দেয় আফগান তালিবান। এর পাশাপাশি তালিবান পোস্টকে টার্গেট করে পাকিস্তান সামরিক বাহিনীর ব্যবহার করা একটি ট্যাঙ্কও বাজেয়াপ্ত করে তারা।

লাহোর ও রাওয়ালপিণ্ডিতে আগামী ৫ ও ২৯ নভেম্বর ম্যাচ নির্ধারণ রয়েছে। এই পরিস্থিতিতে কড়া বিবৃতি জারি করেছেন আফগানিস্তান ক্রিকেট দলের অধিনায়ক রশিদ খান। আকাশপথে পাকিস্তানের এই হামলাকে বর্বরোচিত বলেছেন তিনি। পাশাপাশি স্পষ্ট জানিয়ে দেন, ত্রিদেশীয় সিরিজ থেকে আফগানিস্তানের নাম প্রত্যাহার করে নেওয়াকে তিনি সমর্থন করেন। শনিবার এক বিবৃতিতে ACB লিখেছে, "এই হৃদয়বিদারক ঘটনায়, উরগুন জেলার তিনজন খেলোয়াড় (কবীর, সিবঘাতুল্লাহ এবং হারুন) সহ আরও ৫ জন দেশবাসী শহিদ হয়েছেন এবং আরও সাতজন আহত হয়েছেন।"