সেন্ট ভিনসেন্ট: ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। খেলা বন্ধ বন্ধ হবে হবে, ডাকওয়ার্থ লুইস নিয়মে বাংলাদেশ জয়ের জন্য প্রয়োজনীয় রানের থেকে দুই পিছিয়ে। এমন সময় হঠাৎই মাঠের বাইরে থেকে আফগানিস্তান কোচ জনাথন ট্রটের কিছু নির্দেশ এল। সঙ্গে সঙ্গে স্লিপে দাঁড়িয়ে থাকা গুলবদিন নাইব (Gulbadin Naib) পা ধরে শুয়ে পড়লেন। রাগে গজ গজ করছে বাংলাদেশি ক্রিকেটাররা, বিশেষজ্ঞরাও গুলবদিনের অখেলোয়াড়সুলভ মনোভাবের জন্য সমালোচনায় মুখর। টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2024) আফগানিস্তান বনাম বাংলাদেশের (AFG vs BAN) সুপার এইটের ম্যাচে এমনই দৃশ্য দেখা গেল।
পেশির টান লাগায় মাঠও ছাড়েন তিনি। সত্যিই কি গুলবদিনের পায়ে টান লেগেছিল? ম্যাচের পর আফগান অধিনায়ক রশিদ খান কিন্তু অন্তত এমনটাই জানালেন। এই ঘটনাপ্রসঙ্গে তিনি বলেন, 'সত্যি বলতে ওর পেশিতে টান লেগেছিল। তবে ওর ঠিক কী হয়েছিল এবং সোশ্যাল মিডিয়ায় এই নিয় কী কথাবার্তা হচ্ছে, সেই বিষয়ে আমার কোনও ধারণা নেই। এমনটা খেলার মাঠে তো হয়। তারপরেই বৃষ্টি চলে এল এবং আমরা বাধ্য হয়েই মাঠ ছাড়লাম। এর জন্য তো কোনও ওভার নষ্ট হয়নি বা ম্যাচে বিরাট কোনও প্রভাব পড়েনি।'
রশিদ আরও যোগ করেন, 'আমরা পাঁচ মিনিট পরেই আবার মাঠে নেমে পড়েছিলাম। তেমন তো কিছুই পার্থক্য হয়নি। ম্যাচে অনেক সময় ছোটখাট চোটের উদয় হয়। তবে কিছুক্ষণ পরে কিছুটা সময় নিলেই সেই চোট সেরে যায়।'
নাইব পেশির টানে মাঠে শুয়ে পড়ার কিছুক্ষণ পরেই কিন্তু তিনি বল করেন। শুধু তাই নয়, আফগান তারকা বল হাতে তানজিম হাসানের উইকেট নেন। তবে ম্যাচে আফগানদের জয়ের নায়ক রশিদ খান ও নবীন উল হক। ১১৫ রান ডিফেন্ড করতে নেমে দুইজনে চারটি করে উইকেট নেন। লিটন দাস ৪৯ বলে অপরাজিত ৫৪ রানে ইনিংস খেলেও দলকে ম্যাচ জেতাতে ব্যর্থ হন।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: সেমিফাইনালে আফগানিস্তানের স্থান পাকা হতেই কামিন্সকে খোঁচা জাদরানের, সোশ্যাল মিডিয়ায় মিমের ঝড়