মুম্বই: ক্রিকেটকে বিদায় জানিয়েছেন শনিবার। আইসিসি (ICC) ইভেন্টে ভারতের সবচেয়ে সফল ব্যাটার শিখর ধবনকে নিয়ে এবার আবেগঘন পোস্ট করলেন রবি শাস্ত্রী (Ravi Shastri)। ভারতের কোচ হিসেবে যখন দায়িত্ব সামলেছিলেন শাস্ত্রী, সেই সময়কালে ধবন ছিলেন দলের ধারাবাহিক সদস্য। একাধিক আইসিসি ইভেন্টে খেলেছিলেন সেই সময় ভারতের ওপেনার হিসেবে। সেই সময়কালের স্মৃতিচারণাতেই এবার ধবনকে শুভেচ্ছা জানিয়েছেন ভবিষ্যৎ জীবনের জন্য।
নিজের সোশ্য়াল মিডিয়ায় ধবনের একটি ছবি পোস্ট করেছেন শাস্ত্রী। সেখানে তিনি লিখেছেন, ''অবসর জীবনের জন্য তোমাকে অনেক অনেক শুভেচ্ছা জানাই ধবন। আমার ৭ বছরের কেরিয়ারে তুমি আমাকে অনেক আনন্দ, স্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছ তোমার পারফরম্য়ান্সের মাধ্যমে। আইসিসি ইভেন্ট গুলোতে তোমার ম্য়াচ জেতানো ইনিংস, এশিয়া কাপের ইনিংস ও গল স্টেডিয়ামে খেলার দুরন্ত ব্যাটিং সত্যিই অসাধারণ। সারাজীবন মনে রাখবে এই ইনিংসগুলো ক্রিকেটপ্রেমীরা। তুমি এখনও অনেক তরুণ। ক্রীড়াক্ষেত্রে অন্যভাবেও নিজের অবদান রাখতে পারবে তুমি।''
ভারত অধিনায়ক রোহিত শর্মা নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে শিখরের সঙ্গে বিভিন্ন সময়ের একাধিক ছবি শেয়ার করেন। ছবিটির ক্যাপশনে শিখরকে আসল জাট দাবি করে ভারতীয় অধিনায়ক লেখেন, 'রুম শেয়ার থেকে শুরু করে মাঠে অবিস্মরণীয় কিছু মুহূর্ত ভাগ করে করে নিয়েছি আমরা। তুমি সবসময় অপরপক্ষে দাঁড়িয়ে থাকা আমার কাজ সহজ করে দিয়েছ। আসল জাট তুমিই।' রোহিতের এই আবেগঘন পোস্টে ফের একবার শিখর এবং তাঁর বন্ধুত্বের কথা ফুটে উঠল।
দিল্লির ছেলে ধবন আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের জার্সিতে প্রায় আড়াইশোর বেশি ম্য়াচ খেলেছেন। মোট ১০,৮৬৭ রান ঝুলিতে পুরেছেন বাঁহাতি তারকা ওপেনার। ধবনের ব্যাট ভারতের জার্সিতে বারবার জ্বলে উঠেছে আইসিসি টুর্নামেন্টে। চ্যাম্পিয়ন্স ট্রফি হোক, বিশ্বকাপ হোক বা টি-টোয়েন্টি বিশ্বকাপ সবেতেই ভারতের ত্রাতা হয়ে উঠেছেন বারবার ধবন। ২০১৩ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে সর্বাধিক রান সংগ্রাহক ছিলেন ধবন। মোট ৩৬৩ রান করেছিলেন তিনি। ২০১৫ সালে অস্ট্রেলিয়ার মাটিতে আয়োজিত হওয়া ওয়ান ডে বিশ্বকাপে ৮ ম্য়াচে মোট ৪১২ রান করেছিলেন বাঁহাতি ওপেনার। সেই টুর্নামেন্টেও ভারতের হয়ে সর্বাধিক রান সংগ্রাহক ছিলেন ধবন। ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চেও ৩৩৮ রান করেছিলেন ধবন। ২০২২ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে সীমিত ওভারের ফর্ম্য়াটে সিরিজ শেষবার জাতীয় দলের জার্সিতে দেখা গিয়েছিল শিখর ধবনকে।