নয়াদিল্লি: দীর্ঘদিন দুইজনে একসঙ্গে জাতীয় দলের হয়ে কাঁধ কাঁধ মিলিয়ে ব্যাট করতে নেমেছেন। নতুন বলে প্রতিপক্ষের ফাস্ট বোলারদের গোলাগুলি সামলেছেন। দুইজনের একজন অবসর নিচ্ছেন, আর অপরজন কোনও বার্তা দেবেন না, তাও আবার হয় না কি! কথা হচ্ছে শিখর ধবন (Shikhar Dhawan) এবং রোহিত শর্মাকে (Rohit Sharma) নিয়ে। সদ্যই, শনিবার, ২৪ অগাস্ট অবসর ঘোষণা করেছেন শিখর। তাঁর অবসরে এক আবেগঘন বার্তা লিখলেন রোহিত।


নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে শিখরের সঙ্গে বিভিন্ন সময়ের একাধিক ছবি শেয়ার করেন রোহিত। ছবিটির ক্যাপশনে শিখরকে আসল জাট দাবি করে ভারতীয় অধিনায়ক লেখেন, 'রুম শেয়ার থেকে শুরু করে মাঠে অবিস্মরণীয় কিছু মুহূর্ত ভাগ করে করে নিয়েছি আমরা। তুমি সবসময় অপরপক্ষে দাঁড়িয়ে থাকা আমার কাজ সহজ করে দিয়েছ। আসল জাট তুমিই।' রোহিতের এই আবেগঘন পোস্টে ফের একবার শিখর এবং তাঁর বন্ধুত্বের কথা ফুটে উঠল।


 






দুইজনের মধ্যেকার এই বোঝাপড়া ক্রিকেট ময়দানও কিন্তু সাফল্যের অন্যতম কারণ হয়ে উঠে। ভারতের হয়ে ওপেনিংয়ে রোহিত-শিখর বহুদিন দুরন্ত পারফর্ম করেছেন। রোহিত এবং শিখর দুইজনে মিলে আন্তর্জাতিক ক্রিকেটে ১৭৩ ইনিংসে মোট ৬৯৮৪ রান করেছেন। গড় ৪০.৮৪। সর্বকালের সর্বোচ্চ তালিকায় দুইজনের পার্টনারশিপ রানের নিরিখে ১৬ নম্বরে। একসঙ্গে মিলে সর্বোচ্চ ২১০ রান যোগ করেছেন দুই তারকা ক্রিকেটার। ওয়ান ডে ফর্ম্যাটেই দুই তারকা ওপেনার হিসাবে বেশি সফল। 


৫০ ওভারের ফর্ম্যাটে শিখর ও রোহিত জুটি হিসাবে সর্বকালের অষ্টম সর্বাধিক ৫১৯৩ রান যোগ করেছেন। ১৮টি শতরান ও ১৫টি অর্ধশতরানের পার্টনারশিপ রয়েছে তাঁদের। ওয়ান ডেতেই তাঁদের সর্বোচ্চ রানের পার্টনারশিপ আসে। ইনিংসের শুরুতে যেখানে রোহিত খানিক সময় নিয়ে সেট হওয়ার জন্য খেলতেন, সেখানে শিখর শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে রানের গতি বজায় রাখতেন। তবে দুইজনকে আর ওয়ান ডেতে একসঙ্গে খেলতে দেখা যাবে না।   


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: নিজের বায়োপিকে কাকে দেখতে চান? সোজাসাপ্টা উত্তর দিলেন সদ্য অবসর নেওয়া শিখর ধবন