চেন্নাই: শারীরিক অবস্থার অবনতি হয়েছে। দৃষ্টিশক্তি ক্ষীণ। এক সময় যিনি গোটা বিশ্ব ক্রিকেটকে শাসন করতেন, তাঁকে এখন আর প্রকাশ্যে দেখাই যায় না। দুঁদে ক্রিকেট প্রশাসক বকলমে চেন্নাই সুপার কিংসেরও সর্বময় কর্তা। তামিলনাড়ুর ক্রিকেটে তাঁর কথাই এখনও শেষ কথা। বহুদিন পর প্রকাশ্য মঞ্চে দেখা গেল সেই নারায়ণস্বামী শ্রীনিবাসনকে (Narayanswami Srinivasan)। আর অশ্বিনকে (Ravichandran Ashwin) সংবর্ধিত করার অনুষ্ঠানে হাজির প্রবীণ ক্রিকেট প্রশাসক। কাঁপা কাঁপা গলায় বলে দিলেন, টেস্টে পাঁচশো উইকেট নেওয়া অনেকের কাছেই স্বপ্ন আর সেটাই বাস্তবায়িত করে দেখিয়েছেন অশ্বিন।


তাঁকে দেখে এখনও শ্রদ্ধায় মাথা নত করেন মহেন্দ্র সিংহ ধোনি (MS Dhoni) থেকে শুরু করে অশ্বিনের মতো কিংবদন্তিরা। ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) সর্বাধিনায়ক ছিলেন। পরে আইসিসি চেয়ারম্যানও হন শ্রীনিবাসন। তবে লোঢা কমিটির বেত্রাঘাতের পরেই ক্রিকেট প্রশাসনে পিছনের সারিতে চলে যান শ্রীনি। যদিও বকলমে তিনিই সিএসকে ও তামিলনাড়ুর ক্রিকেট চালান বলে ধারণা ওয়াকিবহাল মহলের। শ্রীনির জামাই গুরুনাথ মাইয়াপ্পন আইপিএলে (IPL 2024) গড়াপেটা কাণ্ডে জড়িয়েছিলেন। সব মিলিয়ে এখন আর প্রকাশ্যে বড় একটা দেখা যায় না শ্রীনিকে।


তবে মঞ্চ যখন অশ্বিনের সংবর্ধনার, তখন আর নিজেকে দূরে রাখতে পারেননি শ্রীনিবাসন। তিনিই ইন্ডিয়া সিমেন্টসের (India Cements) মালিক। যে সংস্থার হাতে চেন্নাই সুপার কিংসের (CSK) মালিকানা। সদ্য টেস্ট ক্রিকেটে পাঁচশো উইকেট সম্পূর্ণ করেছেন অশ্বি (Ashwin)। একশো টেস্টও খেলেছেন। তামিলনাড়ু ক্রিকেট সংস্থা যে কারণে অশ্বিনকে সংবর্ধনা দিল। আর সেই অনুষ্ঠানে হাজির শ্রীনিবাসন। বললেন, 'অশ্বিন যা করেছে, তা অনেকে ভাবতেও পারে না। একশো টেস্ট খেলা, তার ওপর পাঁচশো উইকেট নেওয়া। অশ্বিন অবিশ্বাস্য।' অশ্বিনকে দেখা যায় অনুষ্ঠান চলাকালীন উঠে শ্রীনিবাসনের পায়ে হাত দিয়ে প্রণাম করছেন।


 






তামিলনাড়ু ক্রিকেট সংস্থা (TNCA) অশ্বিনকে এক কোটি টাকা দিয়েছে। তাঁর কৃতিত্বকে সম্মান জানানোর জন্য।                                      


আরও পড়ুন: রোহিতের পথেই হাঁটবেন ক্যাপ্টেন হার্দিক, দায়িত্ব নিয়েই বিতর্ক এড়িয়ে যাওয়ার চেষ্টা


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে