নয়াদিল্লি: বর্তমান ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ় চলছে। অস্ট্রেলিয়া সফর শুরু হতে এখনও দিন দশেক বাকি। তবে সকল ভারতীয় ক্রিকেটপ্রেমীরই এক নজর রয়েছে সেই সিরিজ়ের দিকে। কারণ এই সিরিজ়েই দীর্ঘ সময় পর দুই ভারতীয় মহাতারকা রোহিত শর্মা (Rohit Sharma) ও বিরাট কোহলিকে (Virat Kohli) আবার জাতীয় দলের জার্সি গায়ে চাপিয়ে মাঠে নামতে দেখা যাবে।

Continues below advertisement

রোহিত ও বিরাট, উভয়েই অস্ট্রেলিয়া সিরিজ়ের দলে থাকলেও, দুইজনেরই ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে। রোহিত অধিনায়কত্ব হারিয়েছেন। ওয়ান ডে ব্যতীত দুই তারকার কেউই আর কোনওরকম আন্তর্জাতিক ক্রিকেট খেলেন না। এমন পরিস্থিতিতে তাঁরা ২০২৭ সালের বিশ্বকাপ পর্যন্ত নিজেদের ফর্ম, ফিটনেস কীভাবে ধরে রাখবেন, সেই নিয়ে বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠছে। এই বিষয়ে রোহিত, বিরাটদের প্রাক্তন সতীর্থ আর অশ্বিনও (Ravichandran Ashwin) বেশ সন্দিহান। তাঁর মতে রোহিত ও বিরাটের ছন্দে থাকতে ভারতীয় 'এ' সিরিজ় বা বিজয় হাজারে ট্রফির মতো টুর্নামেন্টগুলিতে খেলা জরুরি।

নিজের সোশ্য়াল মিডিয়া চ্যানেলে তিনি বলেন, 'ভারতীয় এ সিরিজ় চলছিল। ২০২৭ সালের বিশ্বকাপের আগে খুব বেশি ওয়ান ডে ম্যাচ নেই। তাই বিরাট কোহলি ও রোহিত শর্মাকে এই সিরিজ়গুলি খেলতে বলা উচিত। ওদের বলা উচিত যে এই সিরিজ়গুলি না খেললে তোমরা আমাদের পরিকল্পনায় থাকবে না। অন্তত এই সিরিজ়ে না খেললেও বিজয় হাজারে ট্রফি খেল যাতে আমরা সেই দেখে তোমাদের ফর্ম বিচার করতে পারি।'

Continues below advertisement

তবে অশ্বিন এও দাবি করেন ক্রিকেটাররা কেরিয়ারের সায়াহ্নে উপনীত হলে, সেই পরিস্থিতিতে কী করা উচিত, সেটা ভারতীয় বোর্ডকে আরও ভালভাবে সামলানোর প্রয়োজন। তাঁর মতে, 'নির্বাচকরা স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন যে দল সামনের দিকে এগোতে আগ্রহী। তবে এই প্রক্রিয়ার মাঝে এমন দুই ক্রিকেটার (রোহিত ও বিরাট) রয়েছে যারা নিজেদের কেরিয়ারের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে। কথাটা তিক্ত হলেও এটাই বাস্তব। তবে এটা আমি বলতে বাধ্য হচ্ছে কেরিয়ারের শেষ পর্যায়ে থাকা ক্রিকেটারদের পরিস্থিতিটা আরও ভালভাবে সামলাতে শিখতে হবে। সমর্থকদের বা প্রতিষ্ঠানের তরফে তো খুব সহজেই বলে দেওয়া যায় যে ওদের বয়স হয়েছে তাই ওদের অবসর নিতে হবে।'

অশ্বিন যোগ করেন, 'আশা করছি রোহিত ও বিরাটের সঙ্গে নির্বাচকদের কথাবার্তা হয়েছে। তবে সেটা যদি এখন হয়, তাহলে বলব কেন ওদের সঙ্গে গত বছরই টি-টোয়েন্টি অবসরের পরেই কথা বলা হল না? এই গোটা বিষয়ে অনেক ফাঁক রয়েছে, যার ফলে এত জল্পনা তৈরি হয়েছে। জল্পনার কোনও জায়গা থাকা উচিত নয়। সোজাসুজি স্পষ্টভাবে কথাবার্তা বলার প্রয়োজন। যদি ভবিষ্যতের কথা ভাবে স্পষ্টভাবে আলোচনা না হয়, তাহলে তো খেলোয়াড়দের পরিস্থিতিটা অত্যন্ত খারাপ হয়ে যায়।'