হায়দরাবাদ: ইংল্যান্ডের বিরুদ্ধে হায়দরাবাদে প্রথম টেস্টে (IND vs ENG 1st Test) মুখোমুখি হয়েছে ভারতীয় দল। ম্যাচের আগে থেকেই যে ভারতীয় স্পিনারদের বিরুদ্ধে ইংল্যান্ডের ব্যাটারদের কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে, তার পূর্বাভাস ছিলই। হলও তাই। ভারতীয় স্পিনারদের ঘূর্ণির ফাঁদে ২৫০ রানের গণ্ডিও পার করতে পারল না ইংল্যান্ড। এই ম্যাচেই ভারতের তারকা স্পিনজুটি আর অশ্বিন (R Ashwin) এবং রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja) এক দুরন্ত নজির গড়লেন।
বিগত এক দশক ধরে অশ্বিন ও জাডেজা ভারতের হয়ে আন্তর্জাতিক টেস্ট মঞ্চে দাপট দেখাচ্ছেন। দুই তারকাই ম্যাচের প্রথম ইনিংস তিনটি করে উইকেট নেন। এর সুবাদেই ভারতীয় ক্রিকেটের ইতিহাসের সফলতম স্পিনজুটি হয়ে গেলেন জাডেজা ও অশ্বিন। দুই তারকা স্পিনার ভারতের জার্সিতে লাল বলের ক্রিকেটে মোট ৫০৩টি উইকেট নিয়েছে ফেলেছেন। তাও আবার মাত্র ৫০টি টেস্ট খেলে। তাঁরা কিংবদন্তি স্পিনজুটি অনিল কুম্বলে এবং হরভজন সিংহকে পিছনে ফেললেন।
হরভজন ও কুম্বলে টেস্টে একসঙ্গে ৫৪টি ম্যাচ খেলে ভারতের হয়ে মোট ৫০১ টি উইকেট নিয়েছিলেন। অশ্বিন, জাডেজার দখলে ৫০২ টি উইকেট হয়ে গেল। তবে সর্বকালীন তালিকায় অশ্বিন, জাডেজা এখনও অনেকটাই পিছিয়ে। এই তালিকার শীর্ষে রয়েছেন ইংল্যান্ডের তারকা পেস বোলিং জুটি স্টুয়ার্ট ব্রড এবং জেমস অ্যান্ডারসন। তাঁরা ১৩৮টি টেস্ট ম্যাচে মোট ১০৩৯টি উইকেট নিয়েছেন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও পড়ুন: দলে ডাক পেলেন পাতিদার, প্রথম টেস্টে ভারতীয় একাদশে সুযোগ না পেয়ে রঞ্জি খেলবেন আবেশ