হায়দরাবাদ: হায়দরাবাদে প্রথম টেস্টে মুখোমুখি হচ্ছে ভারত ও ইংল্যান্ড (IND vs ENG 1st Test)। ম্যাচে তিন স্পিনার এবং দুই ফাস্ট বোলার নিয়ে মাঠে নামছে ভারতীয় দল (Indian Cricket Team)। একাদশে সুযোগ পাননি আবেশ খান (Avesh Khan)। তবে তাঁকে সাজঘরে বসিয়ে রাখার বদলে ম্যাচ খেলানোর সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট। সেই কারণেই তাঁকে দল থেকে ছেড়ে দেওয়া হল। আবেশ খান মধ্যপ্রদেশের হয়ে রঞ্জি ট্রফির ম্যাচ খেলবেন।


অপরদিকে, বিরাট কোহলি প্রথম দুই টেস্ট ম্যাচ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। তাঁর বদলে যে রজত পাতিদার (Rajat Patidar) প্রথমবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছেন, সেই জল্পনা ছিলই। হলও তাই। সরকারিভাবে কোহলির বদলি হিসাবে পাতিদারের নাম ঘোষণা করে দিল বিসিসিআই।  


ব্যক্তিগত কারণেই বিরাট কোহলি ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুই টেস্ট থেকে সরে দাঁড়ান বলে বিসিসিআইয়ের তরফে জানানো হয়। যদিও তাঁর সরে দাঁড়ানোর নির্দিষ্ট কোনও কারণ জানায়নি ভারতীয় বোর্ড। বরং জানিয়েছে, এ নিয়ে যেন জল্পনা না করা হয়। ভারতীয় ক্রিকেট বোর্ডের বিবৃতিতে লেখা হয়েছে, 'অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে কথা বলেছেন বিরাট। টিম ম্যানেজমেন্ট, নির্বাচকদের সঙ্গেও কথা বলেছেন। দেশের হয়ে প্রতিনিধিত্ব করাটা সব সময় তাঁর কাছে প্রাধান্য পেয়ে এসেছে। কিন্তু এমন কিছু ব্যক্তিগত পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে ওঁর উপস্থিতি প্রয়োজন।' 


বিরাটের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর সতীর্থ পাতিদারকেই তাঁর বিকল্প হিসাবে ভারতীয় নির্বাচকরা বেছে নিয়েছেন। মধ্যপ্রদেশ ব্যাটার গত বছরের শেষের দিকেই দক্ষিণ আফ্রিকা সফরে নিজের আন্তর্জাতিক অভিষেক ঘটান। রামধনুর দেশে ভারতীয় 'এ' দলের হয়েও লাল বলের ক্রিকেট খেলেন তিনি।


সম্প্রতি লাল বলের ক্রিকেটে অনবদ্য ফর্মে ছিলেন পাতিদার। গত সপ্তাহে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে ১৫১ রানের অনবদ্য ইনিংস খেলেছিলেন পাতিদার। লায়ন্সদের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচেও ১১১ রানের ইনিংস খেলেন পাতিদার। এই দুরন্ত পারফরম্যান্সেরই সুফল পেলেন তিনি। তবে প্রথম টেস্টে ভারতীয় একাদশে সুযোগ পাননি তিনি। ভারত এই ম্যাচে তিন স্পিনার ও দুই ফাস্ট বোলার নিয়ে মাঠে নেমেছে।


প্রথম টেস্টে ভারতের একাদশ:-






রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমন গিল, কেএল রাহুল, শ্রেয়স আইয়ার, রবীন্দ্র জাডেজা, কেএস ভারত (উইকেটকিপার), আর অশ্বিন, অক্ষর পটেল, মহম্মদ সিরাজ, যশপ্রীত বুমরা






আরও পড়ুন: বাধা হয়ে দাঁড়াল নিয়ম, বাধ্য হয়েই বক্সিংকে বিদায় জানালেন মেরি কম