নয়াদিল্লি: বর্তমানে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট খেলছে ভারতীয় দল (Indian Cricket Team)। এরপরেই আবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজ় খেলবে টিম ইন্ডিয়া। দুই সিরিজ়েই কিন্তু ভারতীয় দলে জায়গা পেয়েছেন হর্ষিত রানা (Harshit Rana)। তাঁর দলে জায়গা পাওয়া নিয়ে প্রবল আলোচনা, সমালোচনা হচ্ছে। এবার হর্ষিতের সুযোগ পাওয়া নিয়ে মুখ খুললেন তাঁর সদ্য প্রাক্তন সতীর্থ আর অশ্বিন (R Ashwin)।

Continues below advertisement

ভারতীয় দলের হয়ে হর্ষিত রানার পারফরম্যান্স নিয়ে বারংবার প্রশ্ন উঠেছে। তা সত্ত্বেও গুটিকয়েক সব ফর্ম্যাটে সুযোগ পাওয়া ভারতীয় ক্রিকেটারদের মধ্যে তিনি অন্যতম। হর্ষিত রানার আইপিএল ফ্র্যাঞ্চাইজি কেকেআরই এক সময় মেন্টর ছিলেন গৌতম গম্ভীর। সেই প্রসঙ্গ টেনে এনে অনেকেই রানাকে দলে নেওয়ার ক্ষেত্রে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন অনেকেই। এবার হর্ষিতের দলে সুযোগ পাওয়া নিয়ে প্রশ্ন তুললেন অশ্বিনও।

সদ্য প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের দাবি, কেবল একটা বলের দৌলতে সিরিজ়ের পর সিরিজ়ে সুযোগ পাচ্ছেন হর্ষিত। নিজের সোশ্যাল মিডিয়া চ্যানেলে অশ্বিন বলেন, 'ও কী কারণে দলে সুযোগ পাচ্ছে আমি জানি না। আমি সত্যি বলতে নির্বাচনী বৈঠকের অংশ হয়ে এর পিছনের কারণটা জানতে চাই। আমার ব্যক্তিগতভাবে যেটা মনে হচ্ছে সেটা হল অস্ট্রেলিয়ায় এমন একজন ফাস্ট বোলার প্রয়োজন যে ব্যাটটা করতে পারবে। কেউ একজন মনে করেন ও ব্যাট করতে পারে, তাই সম্ভবত আট নম্বরে ব্যাট করার জন্য ওকে দলে নেওয়া হচ্ছে। তবে ব্যাট হাতে আমি ওর দক্ষতা নিয়ে খুব একটা আশাবাদী নই।'

Continues below advertisement

তিনি আরও যোগ করেন, 'দুই বছর আগে ও আইপিএল ফাইনালে বেশ গতিতে ও একটা বল করেছিল (নীতীশ কুমার রেড্ডিকে আউট করার বলটি) যেটা ব্যাটের কাণায় লেগে অনেকটা দূর গিয়েছিল। ও ওই একটা বলের সুবাদে বেশ অনেকদিন ধরে সুযোগ পেয়েই যাচ্ছে।'

অশ্বিন দাবি করেন যে আইপিএলের কারণেই ভারতীয় দল কিন্তু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিততে পারেনি। আইপিএল ফাইনালের ঠিক পরেই ভারতীয় দল দুইবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে মাঠে নেমেছিল। তাঁর মতে আইপিএলের পরেই ফাইনাল খেলা সহজ নয় এবং এই কারণেই ভারতীয় দল চ্যাম্পিয়ন হতে পারেনি। ভারতের প্রাক্তন অফস্পিনার বলেন যে, টেস্ট ক্রিকেটকে পর্যাপ্ত সম্মান দেওয়া উচিত এবং এর জন্য প্রচুর অনুশীলন করাও জরুরি। কিন্তু তেমনটা না হওয়ায় দুইবারই তাঁদের খেতাব হাতছাড়া হয়।