নয়াদিল্লি: গতকাল ঐতিহাসিক শতরান হাঁকিয়েছিলেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। আজ দিনের শুরুতেই তিনি আউট হলেও শতরান হাঁকালেন শুভমন গিল (Shubman Gill)। এই দুই ব্যাটারের দৌরাত্ম্যেই রাজধানীতে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের (IND vs WI 2nd Test) প্রথম ইনিংসের বিশাল ৫১৮ রান তুলে ইনিংস ঘোষণা করল ভারতীয় দল।
৩১৮ রানে দুই উইকেট হারিয়ে দিনের শুরুটা করেছিল ভারত। ক্রিজে উপস্থিত ছিলেন গিল ও যশস্বী। আশা ছিল এই দুই তারকা দলকে বড় রানের দিকে এগিয়ে নিয়ে যাবেন। কিন্তু শুরুতেই বিপত্তি। গিলের সঙ্গে বোঝাপড়ার ভুলে দিনের শুরুতেই রান আউট হয়ে ১৭৫ রানে সাজঘরে ফেরেন যশস্বী। তিনি সাজঘরে ফেরার পর নীতীশ কুমার রেড্ডি ব্যাটে নামেন। তাঁকে ব্যাটিং অর্ডারে প্রমোট করা হয়। তিনি হতাশ করেননি। গিলের সঙ্গে মিলে বেশ আগ্রাসী মেজাজে রান যোগ করতে থাকেন। একের পর এক বড় শট হাঁকাতে থাকেন দুইজনে। শুভমন ৯৫ বলে অর্ধশতরানের গণ্ডি পার করেন।
তবে নীতীশ কুমার রেড্ডি অর্ধশতরানের গণ্ডি পার করার আগেই লং অনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন। জমেল ওয়ারিকানের বলেই আউট হন তিনি। তাঁর সংগ্রহ ৫৪ বলে ৪৩ রান। নীতীশ রেড্ডি আউট হওয়ার পরে গত ম্যাচের সেঞ্চুরিয়ন ধ্রুব জুরেল ক্রিজে নামেন। গিল ও জুরেল কার্যত অবলীলায় ইনিংস এগিয়ে নিয়ে যান। দুইজনে অর্ধশতরানের পার্টনারশিপ পূরণ করেন। শুভমন গিল দেখতে দেখতে ১৭৭ বলে নিজের কেরিয়ারের দশম এবং চলতি বছরের পঞ্চম শতরান পূরণ করেন।
সেঞ্চুরি হওয়ার পরেই গিল রানের গতি আরও বাড়ান। ওয়েস্ট ইন্ডিজ় স্পিনারদের বিরুদ্ধে বিশেষ করে বড় বড় শট মারতে থাকেন গিল। অপরদিকে ধ্রুব জুরেলও তাঁকে যোগ্য সঙ্গে দেন। কিন্তু ঠিক অর্ধশতরানের আগেই তিনিও আউট হন। রস্টন চেজ়ের বলে বোল্ড হন জুরেল। তিনি আউট হতেই ভারতীয় দলের ইনিংস ঘোষণা করেন গিল। তিনি ১২৯ রানে অপরাজিত থাকেন। ১৬টি চার ও দুইটি ছক্কায় তাঁর ইনিংস সাজানো ছিল। ব্যাটাররা বিরাট রান তুলেছে, এবার দেখার বোলাররা দলের হয়ে কেমন পারফর্ম করেন।