নয়াদিল্লি: প্রবল বিতর্কের মাঝে ভারত বনাম পাকিস্তানের (IND vs PAK) এশিয়া কাপের ম্যাচ (Asia Cup 2025) আয়োজিত হয়েছে। তবে ম্যাচ শেষ হলেও, বিতর্ক যেন থামতেই চাইছে না। ম্যাচ শেষ হয়ে গিয়েছে, কিন্তু দুই চিরপ্রতিদ্বন্দ্বীর সেই ম্যাচ বর্তমানেও চর্চার কেন্দ্রে। কারণ করমর্দন-বিতর্ক।
পাকিস্তানের বিরুদ্ধে না ম্যাচের আগে টসের সময় পাক অধিনায়ক সলমন আলি আগার সঙ্গে করমর্দন করেন সূর্যকুমার যাদব, না ম্যাচ শেষে ভারতীয় দলের কোনও তারকা ক্রিকেটার বিপক্ষ শিবিরের কারুর সঙ্গে হাত মেলান। ভারতের করমর্দন এড়িয়ে যাওয়ার এই সিদ্ধান্ত পহেলগাঁও আক্রমণের বিরুদ্ধেই। এই নিয়ে অবশ্য পাকিস্তানের রশিদ লতিফ, শোয়েব আখতাররা তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন। সেই তালিকায় রয়েছেন প্রাক্তন অস্ট্রেলিয়ান বিশ্বজয়ী অধিনায়ক রিকি পন্টিং (Ricky Ponting)?
সোশ্যাল মিডিয়ায় অনেকেই দাবি করেন এই করমর্দন বিতর্ক নিয়ে পন্টিং ভারতকে বিঁধেছেন। সোশ্যাল মিডিয়ায় বলা হয় পন্টিং নাকি বলেছেন, 'এই ম্যাচটি বরাবর ভারতীয় দল কতবড় লুজার তার জন্য স্মরণীয় হয়ে থাকবে। যেভাবে পাকিস্তান দল এই ম্যাচ শেষে হাত মেলাতে এগিয়ে এসেছিলেন, তা ইতিহাসে জেন্টালম্যানস গেমের আসল বিজেতা হিসাবে তাদের জায়গা করে দিয়েছে।'
তবে অজ়ি বিশ্বজয়ী অধিনায়ক তথা পাঞ্জাব কিংস স্পষ্ট জানিয়ে দেন তিনি এমন কোনও মন্তব্যই করেননি। নিজের সোশ্যাল মিডিয়ায় সবটা স্পষ্ট করে দিয়ে পন্টিং সাফ সাফ লেখেন, 'আমি হালে দেখতে পেয়েছি কিছু কিছু কমেন্ট আমার নাম দিয়ে সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে। সকলের জেনে নিনি যে আমি এই মন্তব্যগুলি একেবারেই করেনি। এমনকী সর্বসমক্ষে গোটা এশিয়া কাপ নিয়ে কিছুই বলিনি।' অর্থাৎ পন্টিংয়ের নাম নিয়ে যে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো মন্তব্য ছড়ানো হচ্ছিল, তা সাফ করে দেন পন্টিং।
পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে ভারতীয় দলের খেলোয়াড়রা হাত তো মেলানইনি, উল্টে ম্যাচের পর ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদবের মুখে ভেসে আসে পহেলগাঁও আক্রমণে নিহতদের কথা। দলের দুরন্ত জয় তিনি দেশের সাহসী সামরিক বাহিনীকে উৎসর্গ করেন। ম্যাচ শেষে সূর্য বলেন, 'আমরা পহেলগাঁও সন্ত্রাস হামলায় নিহতদের পরিবারের সঙ্গে সমব্যাথী এবং সর্বদা ওঁদের পাশে আছি। এই জয়টা আমারা আমাদের সেনবাহিনীকে উৎসর্গ করতে চাই। আশা করি ওঁরা এইভাবেই আগামীদিনেও আমাদের উদ্বুদ্ধ করবেন এবং আমরা মাঠে যখনই সুযোগ পাব আমরাও ওঁদের মুখে হাসি ফোটানোর সবসময় চেষ্টা করব।'