নয়াদিল্লি: বৃহস্পতিবার, ৭ মার্চ থেকে ভারত বনাম ইংল্যান্ডের পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ়ের শেষ ম্যাচ শুরু হতে চলেছে। সেই ম্যাচের আগেই শেষ টেস্টের ভেন্যু ধর্মশালায় ডাক পড়ল রিঙ্কু সিংহের (Rinku Singh)। কিন্তু কেন? পঞ্চম টেস্টের আগে কেন হঠাৎ তাঁকে ডেকে পাঠাল ভারতীয় টিম ম্যানেজমেন্ট?
খবর অনুযায়ী রিঙ্কু সিংহকে টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2024) জন্য ভারতীয় দলের ফটোশ্যুট সেশনের জন্য ধর্মশালায় ডেকে পাঠানো হয়েছে। ১ জুন থেকে বসতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। সেই টুর্নামেন্টের আগে ভারতীয় দলের শেষ অ্যাসাইমেন্ট ধর্মশালায় আয়োজিত পঞ্চম টেস্ট। এরপর টিম ইন্ডিয়ার তারকারা আইপিএলে নিজেদের ফ্র্যাঞ্চাইজি হয়ে মাঠে নামবেন। আইপিএলের পারফরম্যান্সে ওপর বিশ্বকাপের জন্য ভারতীয় দলের নির্বাচন অনেকটাই নির্ভরশীল। তবে কয়েকজনের বিশ্বকাপ দলে সুযোগ পাওয়া কার্যত নিশ্চিত।
ভারতীয় দল যে রোহিত শর্মার নেতৃত্বেই বিশ্বকাপ খেলবে তা কার্যত আগেভাগেই নিশ্চিত হয়ে গিয়েছে। এছাড়া যশপ্রীত বুমরা, হার্দিক পাণ্ড্যদের মতো ক্রিকেটারদেরও মেগা টুর্নামেন্টের জন্য জাতীয় দলে জায়গা পাওয়া কার্যত নিশ্চিত। সেই তালিকায় কি রিঙ্কুও রয়েছেন? পূর্বাভাস কিন্তু তেমনটাই। গত বছরের আইপিএল মাতানোর পর জাতীয় দলের হয়ে প্রতিভাবান ক্রিকেটার যখনই সুযোগ পেয়েছেন, তিনি কিন্তু সেই সুযোগটাকে কাজে লাগিয়েছেন। ভারতের হয়ে মিডল অর্ডার ব্যাটার রিঙ্কু যে ১১ ইনিংসে ব্যাট করেছেন তাতে ১৭৬.২৩ স্ট্রাইক রেটে ৩৫৬ রান করেছেন তিনি। সবকয়টি ইনিংসই রিঙ্কু ব্যাটিং অর্ডারে পাঁচ বা তার নীচে নেমে খেলেছেন। তাই ফিনিশার হিসাবে তাঁর দক্ষতা নিয়ে প্রশ্ন উঠতে পারে না।
যেহেতু ধর্মশালাতেই শেষবার ভারতীয় দলের হয়ে ক্রিকেটাররা ম্য়াচ খেলছেন, তাই এখানেই কয়েকজনের ফটোশ্যুট করে নেওয়া হচ্ছে। রিঙ্কুর সেখানে থাকাটাই তাঁর বিশ্বকাপ দলে সুযোগ পাওয়ার জল্পনাকে আরও দৃঢ় করে। রিঙ্কু ধর্মশালা যাওয়ার বিষয়টা তা সোশ্যাল মিডিয়া দেখলেও আরও ভালভাবে বোঝা যায়। সোমবার সোশ্যাল মিডিয়ায় ব্র্যান্ডন ম্যাকালামের সঙ্গে নিজের একটি ছবি শেয়ার করেন ভারতীয় তারকা।
বর্তমানে পঞ্চম টেস্ট খেলতে গোটা ইংল্যান্ড দলই ধর্মশালায়। ম্যাকালাম সেই দলের কোচ। তাই তাঁর সঙ্গে ছবিটি সম্ভবত ধর্মশালাতেই তোলা বলে মনে করছেন অনেকে। ম্যাকালাম আবার ঘটনাক্রমে একদা কেকেআরের কোচ ছিলেন। আইপিএলে নাইটদের হয়েই ২০১৮ সাল থেকে খেলছেন রিঙ্কু। সেই সূত্রে ম্যাকালামের সঙ্গে তাঁর আলাপ দীর্ঘদিনের। ইংল্যান্ড কোচের সঙ্গে দেখা করে সম্ভবত সেই স্মৃতি আবার ঝালিয়ে নেন রিঙ্কু।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও পড়ুন: টেস্ট চ্যাম্পিয়নশিপে এই রেকর্ড নেই কোনও ভারতীয়র, রোহিতই কি তালিকায় প্রথম হবেন?