নয়াদিল্লি: ভারতীয় ক্রিকেট দলের সদস্য তথা কলকাতা নাইট রাইডার্সের অবিচ্ছেদ্য অঙ্গ রিঙ্কু সিংহ। ক্রিকেটপ্রেমীদের মধ্যে অত্যন্ত জনপ্রিয়ও তিনি। এবার সেই রিঙ্কু সিংহই (Rinku Singh) জীবনের নতুন ইনিংস শুরু করলেন। বাগদান সারলেন তিনি। পাত্রীও কিন্তু পরিচিত মুখ। কে তিনি? তাঁর নাম প্রিয়া সরোজ (Priya Saroj)
রিঙ্কু বা প্রিয়া কারুর তরফেই কিন্তু এখনও পর্যন্ত এই বিষয়ে সরকারি কোনও ঘোষণা করা হয়নি। তবে তাঁদের বাগদানের খবর হু হু করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। রিঙ্কুর চর্চিত বাগদত্তা কে? কি তাঁর পরিচয়? সমাজবাদী পার্টির মছলিসায়র সাংসদ প্রিয়া। তাঁর বাবা তুফানি সরোজও কিন্তু তিন বারের সাংসদ ছিলেন। বর্তমানে তুফানি বিধায়ক।
প্রিয়ার কিন্তু রাজনৈতিক পরিচয় বাদেও আরেকটি পরিচয় রয়েছে। তিনি আইনজীবী। সুপ্রিম কোর্টেও ওকালতি করেছেন প্রিয়া। নয়াদিল্লির এয়ারফোর্স গোল্ডেন জুবলি ইনস্টিটিউট থেকে নিজের স্কুল সেরেছেন প্রিয়া। এরপর দিল্লি ইউনিভার্সিটি থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন তিনি। নয়ডার অ্যামিটি ইউনিভার্সিটি থেকে এলএলবি ডিগ্রি সম্পূর্ণ করেন প্রিয়া। তবে শেষমেশ বাবার মতো রাজনীতিকেই বেছে নেন বছর ২৬-র প্রিয়া।
রিঙ্কু সিংহের ব্যাকগ্রাউন্ড অবশ্য সম্পূর্ণ ভিন্ন। অত্যন্ত সাধারণ ঘর থেকে উঠে আসা রিঙ্কু একসময় পেটের দায়ে খেলাই ছেড়ে দেবেন বলে ভেবেছিলেন। তাঁর বাবা বাড়ি বাড়ি গ্যাস সিলিন্ডার বিলি করতেন। একসময় তো ঘর চালানোর জন্য রিঙ্কুকে ঝাড়ুদারের কাজও করতে হয়েছে। তবে আইপিএল তাঁর ভাগ্য বদলে দেয়। প্রথমবার পাঞ্জাব কিংস তাঁকে দলে নিলেও কলকাতা নাইট রাইডার্স তাঁকে আইপিএলে খেলার সুযোগ করে দেয়।
সাময়িক ব্যর্থতার পর তরুণ রিঙ্কু নিজের দক্ষতা প্রমাণ করেন। যশ দয়ালের বিরুদ্ধে ২০২৪ সালের আইপিএলে নাগাড়ে পাঁচ ছক্কা হাঁকিয়ে রিঙ্কুর ম্যাচ জেতানো তো এখন ইতিহাসের পাতায়। জাতীয় টি-টোয়েন্টি দলে এখন নিয়মিতই জায়গা পান রিঙ্কু সিংহ। তিনি ২২ জানুয়ারি থেকে শুরু হতে চলা ভারত বনাম ইংল্যান্ডের টি-টোয়েন্টি সিরিজ়েও জাতীয় দলে জায়গা পেয়েছেন। সেই সিরিজ়ে নিজের প্রভাব বিস্তারের জন্য এবার সচেষ্ট হবেন তারকা ক্রিকেটার।
আরও পড়ুন: ভারতীয় ক্রিকেটে শৃঙ্খলা ফেরাতে দশ দফা নিয়মাবলী! কী কী সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই?