লখনউ: ১৩ কোটি টাকা মূল্যে কলকাতা নাইট রাইডার্স তাঁকে রিটেন করেছেন এবারের আইপিএলের নিলামের আগে। ঘরোয়া ক্রিকেটের পর আইপিএল হয়ে জাতীয় দলে নিজের জায়গা মজবুত করেছেন রিঙ্কু সিংহ। কেকেআর তাঁকে রিটেন করার পরই অনেকেই বলছিলেন যে নাইটরা রিঙ্কুকে অধিনায়ক হিসেবেও দেখছেন। বিশেষ করে শ্রেয়স আইয়ারকে ছেড়ে দেওয়ার পর। যদিও এই মুহূর্তে কেকেআর শিবিরে অজিঙ্ক রাহানে ও ভেঙ্কটেশ আইয়ারও নেতৃত্বের ব্যাটন পাওয়ার দৌড়ে সবার আগে রয়েছেন। তবে কেকেআর না ভাবলেও রাজ্য দল উত্তরপ্রদেশকে নেতৃত্ব দেবেন রিঙ্কু। বাঁহাতি এই তরুণ ব্যাটারকেই অধিনায়ক বেছে নেওয়া হয়েছে আগামী বিজয় হাজারে ট্রফির জন্য।


মুস্তাক আলিতে ভুবনেশ্বর কুমারের নেতৃত্বে খেলতে নেমেছিলেন রিঙ্কু। টুর্নামেন্টে উত্তরপ্রদেশ কোয়ার্টার ফাইনালেও উঠেছিল। তবে বিজয় হাজারে ট্রফিতে অভিজ্ঞ ভুবনেশ্বর নয়। রিঙ্কু সিংহকেই নেতৃত্বভার দেওয়া হল। মুস্তাকে উত্তর প্রদেশের হয়ে সর্বােচ্চ রান সংগ্রাহক ছিলেন রিঙ্কুই। ৯ ম্য়াচে ৭০-এর কাছাকাছি গড়ে ১৫২.১৯ স্ট্রাইক রেটে মোট ২৭৭ রান করেছিলেন তিনি।


২০২৩ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকে তিনটি ওয়ান ডে ও ৩০টি টি-টোয়েন্টি ম্য়াচে দেশের জার্সিতে খেলেছেন রিঙ্কু। আসন্ন বিজয় হাজারে ট্রফি ২৭ বছরের এই তরুণের সামনে সুযোগ করে দেবে নিজের লিডারশিপ স্কিল সম্পর্কেও নির্বাচকদের নজরে আসার। আগামী ২১ ডিসেম্বর থেকে শুরু উত্তর প্রদেশের বিজয় হাজারে অভিযান। প্রথম ম্য়াচে জম্মু কাশ্মীরের বিরুদ্ধে খেলতে নামবে তাঁরা। এরপর মিজোরামের বিরুদ্ধে আগামী ২৩ ডিসেম্বর ও তামিলনাড়ুর বিরুদ্ধে আগামী ২৬ ডিসেম্বর খেলতে নামবে উত্তরপ্রদেশ। এরপর ছত্তিশগড়, চণ্ডীগড় ও বিদর্ভের বিরুদ্ধেও ম্য়াচ রয়েছে লিগ পর্যায়ে।


কিছুদিন আগেই রিঙ্কুর পুষ্পা পোজ ভাইরাল হয়েছিল সোশ্য়াল মিডিয়ায়। খেলার মাঝেই নিজের বন্ধুদের সঙ্গে একটি রিল বানিয়েছেন তরুণ বাঁহাতি ব্যাটার। সেই ভিডিও নিজের সোশ্য়াল মিডিয়াতেও পোস্ট করেছেন নাইট তারকা। সেই ক্লিপে দেখা যাচ্ছে যে পুষ্পার আইকনিক পোজে দেখা যাচ্ছে রিঙ্কু ও তাঁর বন্ধুদের। উত্তরপ্রদেশ মুস্তাক আলিতে সেমিফাইনালে জায়গা করে নিতে পারেননি। যার দরুণ এই মুহূর্তে নিজের পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন রিঙ্কু।  ২০১৮ সাল থেকেই কেকেআরের জার্সিতে খেলে আসছেন এই তারকা ব্যাটার। ২০২৩ সালের পর জাতীয় দলেও সুযোগ পান। এরপর থেকে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে ধারাবাহিক সদস্য বাঁহাতি তারকা।