গালিয়র: রিঙ্কু সিংহ (Rinku Singh)। গত ২ বছরে ভারতীয় ক্রিকেটের (Indian Cricket Team) সবচেয়ে আলোচিত নামগুলোর মধ্যে অন্যতম। আইপিএলে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে পাঁচ ছক্কা হাঁকিয়ে রাতারাতি জনপ্রিয় হয়ে উঠেছিলেন। সুযোগ এসেছিল ভারতীয় দলেও। এরপর থেকে কুড়ির ফর্ম্য়াটে জাতীয় দলের নিয়মিত সদস্য তিনি। আগামীকাল থেকে শুরু হতে চলা বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজেও রিঙ্কু অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ভারতের। প্রথম টি-টোয়েন্টির আগেই এবার নতুন ট্যাটু করালেন কেকেআরের হয়ে আইপিএল খেলা এই বাঁহাতি ব্যাটার।  


রিঙ্কু যে নিজের ট্য়াটু করিয়েছিলেন তা হল 'গডস প্ল্যান'। ২০২৩ সালের আইপিএলে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে যশ দয়ালের ওভারে পাঁচটি ছক্কা হাঁকিয়েছিলেন। এরপরই থেকে যে কোনও ভাল মুহূর্ত তৈরি হলেই রিঙ্কুকে বলতে শোনা যায় 'Gods Plan'। সম্প্রতি ভারতীয় দলের সোশ্য়াল মিডিয়ায় এ সাক্ষাৎকারে এই ট্যাটুর তাৎপর্য বুঝিয়েছেন রিঙ্কু নিজেই। তিনি জানান, "আমি গডস প্ল্যান এই কথাটা প্রায়ই বলে থাকি। ভাল পারফর্ম করলে। দল ভাল খেললে। দল চ্য়াম্পিয়ন হলে, সব ক্ষেত্রেই গডস প্ল্যান বলে থাকি। কয়েক সপ্তাহ আগেই এই ট্যাটুটি বানিয়েছিলাম আমি।''


রিঙ্কু আরও বলেন, ''ট্যাটুতে আরও একটি বিষয় আছে। আমি যে পাঁচটি ছক্কা মেরেছিলাম। সেগুলো ছিল ২ টো কভারের ওপর দিয়ে। ২টো ডাউন দ্য স্ট্রেইট ও একটি লেগে। এই পাঁচটি ছক্কাই আমার জীবন বদলে দিয়েছিল। তাই নিজের ট্যাটুতেও তা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।''


 






শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে বল হাতেও কামাল দেখিয়েছিলেন রিঙ্কু। সেবার প্রয়োজনের সময় উইকেটও তুলে নিয়েছিলেন তিনি। ম্যাচ জিতিয়েছিলেন ভারতকে তাঁর অলরাউন্ড পারফরম্য়ান্স দেখিয়ে। এবারও রিঙ্কুর বোলিংয়ের ওপর ভরসা করতে পারেন সূর্যকুমার। ১৪ বছর পর আবারও এই মাঠে ভারতীয় দলের আন্তর্জাতিক ম্যাচ আয়োজিত হচ্ছে। সেই ম্যাচ উপলক্ষে কিন্তু ৫০ হাজার দর্শকের মাঠে উপস্থিত হওয়ার সম্ভাবনা। জয় দিয়েই সেই সিরিজ়ও শুরু করতে চাইবে টিম ইন্ডিয়া। তার আগেই মা পিতাম্বরা মন্দিরে দর্শন সারলেন ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর। মধ্যপ্রদেশের এই মন্দির গোটা দেশ জুড়ে প্রসিদ্ধ।