পাল্লেকেলে: এ বছরের আইপিএল চলাকালীন রিঙ্কু সিংহ (Rinku Singh) এবং বিরাট কোহলির এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছিল। সেই ভাইরাল ভিডিওতে রিঙ্কুকে বিরাট কোহলির কাছে তাঁর ব্যাট দেওয়ার আবদার করতে দেখা যায়। এবার রিঙ্কুর 'শিকার' আরও এক সতীর্থ।


২৭ তারিখ থেকে শ্রীলঙ্কার (IND vs SL) বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ় খেলতে নামছে ভারতীয় দল। সেই সিরিজ়ে ভারতীয় দলের অংশ রিঙ্কু সিংহ। সেই সিরিজ়ের আগে ফের একবার ব্যাটের দাবিতে সরব রিঙ্কু। এবার তিনি ভারতীয় দলের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) থেকে ব্যাট চেয়েছেন। রিঙ্কু নিজের সোশ্যাল মিডিয়া মারফৎ সূর্যর সঙ্গে এক ছবি শেয়ার করে লেখেন, 'ব্যাট দিয়ে দাও দাদা', সেই স্টোরিই রিশেয়ার করে সূর্য ব্যাট উপহার দেওয়ার জন্য নিজের সম্মতি প্রদান করেন। তিনি লেখেন, 'আচ্ছা ঠিক আছে, ব্যাট নিয়ে নিস'। 


 






আসন্ন ভারত বনাম শ্রীলঙ্কা সিরিজ়ে কিন্তু সূর্যকুমার এবং রিঙ্কু, উভয়ের দিকেই ভারতীয় সমর্থকদের নজর থাকবে। বিশ্বকাপ দল থেকে বাদ পড়লেও, শ্রীলঙ্কার সিরিজ়ে পূর্ণ সদস্যের ভারতীয় দলে প্রত্যাবর্তন ঘটেছে তাঁর। ফের একবার জাতীয় দলের জার্সি গায়ে তিনি জ্বলে উঠেন কি না, তা দেখতে সকলে আগ্রহী। অপরদিকে, দলের নতুন অধিনায়ক সূর্য। এর আগেও ভারতীয় দলকে সাত ম্যাচে নেতৃত্ব দিয়ে পাঁচটি জয় এনে দিয়েছেন তিনি। তবে পাকাপাকিভাবে অধিনায়ক হিসাবে এই সিরিজ়ই তাঁর প্রথম। তাই ব্যাটারের পাশাপাশি অধিনায়ক সূর্য কেমন পারফর্ম করেন, সেইদিকেও থাকবে নজর।


তবে সিরিজ় শুরুর আগেই কি মস্ত ভুল করে বসলেন তিনি? ফাঁস করে দিলেন ভারতীয় দলের পরিকল্পনা? সিরিজ়ের আগে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিওতে সূর্যকুমার এবং মহম্মদ সিরাজ়কে ভারতীয় অনুশীলনের জন্য সিঁড়ি দিয়ে নেমে আসতে দেখা যাচ্ছে। দুইজনের পিছনে ছিলেন অক্ষর পটেল (Axar Patel)। সূর্যকুমারকে সেই ভিডিও ক্লিপে অক্ষরের দিকে পিছন ঘুরে বলতে শোনা যায়, 'আসতে আয় আসতে নাম। তৃতীয়-চতুর্থ ওভারে তোকেই দেখতে পাওয়া যাবে।'


পাল্লেকেলের স্পিন সহায়ক পিচে ভারতীয় দল যে অক্ষর পটেলকে খেলাবে, তা অনেক বিশেষজ্ঞই কার্যত নিশ্চিত বলেই মনে করছেন। অনেকেই সূর্যর এই মন্তব্যে দেখে শুনে মনে করছেন ম্যাচে পাওয়ার প্লের মধ্য়েই যে অক্ষরকে হয়তো বোলিং করতে ডেকে নেওয়া হবে। তিনি আগেভাগে এহেন মন্তব্য করে কী শ্রীলঙ্কার সুবিধা করে দিলেন? সময়ই তার জবাব দেবে।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: পন্টিংয়ের পর চাকরি যাচ্ছে আইপিএলের আরও এক হেড কোচের?