মুম্বই: টেস্ট ক্রিকেটে ব্যাটারদের নতুন যে ক্রমতালিকা (Test Cricket Batter Ranking) আইসিসি (ICC) প্রকাশিত করেছে, তাতে বিশাল লাফ দিলেন ঋষভ পন্থ (Rishabh Pant)। তার থেকেও বড় কথা বিরাট কোহলিকেও (Virat Kohli) টেক্কা দিয়ে দিয়েছেন তরুণ এই উইকেট কিপার ব্যাটার। এই মুহূর্তে টেস্টে ব্যাটারদের তালিকায় ছয় নম্বরে উঠে এসেছেন দিল্লির এই বাঁহাতি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে বেঙ্গালুরু টেস্টে ব্যাট হাতে দুরন্ত ৯৯ রানের ইনিংস খেলেছিলেন পন্থ। তারই পুরস্কার পেলেন তিনি।
প্রথম টেস্টে কিউয়িদের বিরুদ্ধে ম্য়াচ জিততে পারনি ভারত। কিন্তু সেই ম্য়াচে প্রথম ইনিংসে ভারতের ব্যাটিং বিপর্যয়েও পন্থই ছিলেন ভারতের সর্বোচ্চ রান সংগ্রাহক। প্রথম ইনিংসে ২০ রান করেছিলেন পন্থ। আর দ্বিতীয় ইনিংসে অল্পের জন্য নিজের সেঞ্চুরি মিস করেছিলেন দিল্লির বাঁহাতি উইকেট কিপার ব্যাটার। ৯৯ রানে আউট হয়ে গিয়েছিলেন তিনি। টেস্টে ব্যাটারদের তালিকায় শীর্ষেই রয়েছেন ইংল্যান্ডের তারকা ব্যাটার জো রুট। ভারতের যশস্বী জয়সওয়াল ৪ নম্বরে ও কোহলি ৮ নম্বরে রয়েছেন এই তালিকায়।
এই তালিকায় দ্বিতীয় স্থানে আছেন নিউজিল্য়ান্ডের কেন উইলিয়ামসন। তৃতীয় স্থানে আছেন ইংল্যান্ডের হ্যারি ব্রুক। পাঁচে রয়েছেন স্টিভ স্মিথ ও সাতে রয়েছেন ওসমান খাওয়াজা। তালিকায় নয় নম্বরে রয়েছেন মার্নাস লাবুশেন ও দশ নম্বরে রয়েছেন কামিন্দু মেন্ডিস।
বেঙ্গালুরু টেস্টে দুই ইনিংসেই কিপিং করেননি পন্থ। তাঁর চোট নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল। পুণে টেস্টের আগের দিন ভাল খবর দিলেন ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর। জানালেন, পন্থ ফিট। খেলবেন দ্বিতীয় টেস্টে। শুধু খেলবেনই না, উইকেটকিপিংও করবেন। সেই সঙ্গে ঘাড়ের ব্যথায় আগের টেস্টে খেলতে না পারা শুভমন গিলও সেরে উঠেছেন বলে জানিয়েছেন গৌতি।
ম্য়াচের আগের দিন সাংবাদিকদের গম্ভীর বলেছেন, 'প্রথম ম্যাচের আগে শুভমন গিল চোট পেয়েছিল। এই নয় যে, দলে ওকে রাখা হয়নি। ও চোটের জন্য খেলতে পারেনি। ওর ঘাড়ে সমস্যা দেখা দিয়েছিল। বাংলাদেশের বিরুদ্ধে ও যেভাবে ব্যাটিং করেছে, তাতে অবশ্যই ও প্রথম একাদশে থাকবে। তবে বাকি একাদশ এখনও চূড়ান্ত হয়নি। বৃহস্পতিবার সকালে একাদশ চূড়ান্ত করব। দেখতে হবে কোন কম্বিনেশন নিয়ে মাঠে নামতে চাই। আর যাই হোক না কেন, এমন দল নিয়ে মাঠে নামতে চাই যাতে ম্যাচটা জেতা যায়।' সিরিজে ০-১ ব্যবধানে পিছিয়ে রয়েছেন রোহিতরা।