বঢোদরা: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে ম্যাচের আগেই ভারতীয় শিবিরে ধাক্কা। মোটামুটি গতকালই নিশ্চিত হয়ে গিয়েছিল ঋষভ পন্থ (Rishabh Pant) এই সিরিজ় থেকে ছিটকে গিয়েছেন। আজ বিসিসিআইয়ের তরফে সেই খবরে সিলমোহর পড়ল। পাশাপাশি পন্থের বদলি ক্রিকেটারের নামও জানিয়ে দিল বোর্ড।

Continues below advertisement

শনিবার বঢোদরায় অনুশীলনের সময় ঋষভ পন্থের কোমরের উপরের অংশে চোট লাগে। পিটিআই সূত্রে খবর, ঋষভ পন্থ যন্ত্রণায় কাতরাতে কাতরাতে বিসিএ স্টেডিয়াম থেকে বেরিয়ে আসেন। সেই খবরেই সিলমোহর দিয়ে বিসিসিআই নিজেদের বিবৃতিতে জানায়, 'বিসিএ স্টেডিয়ামে শনিবার বিকেলে ভারতীয় নেটে ব্য়াটিংয়ের সময় ঋষভ পন্থ ডানদিকের তলপেটে হঠাৎ যন্ত্রণা অনুভব করেন। ওঁকে সঙ্গে সঙ্গে এমআরআই করাতে নিয়ে যাওয়া হয় যার পরে বিসিসিআইয়ের মেডিক্য়াল দল ওর পরিস্থিতির বিষয়ে এক বিশেষজ্ঞের পরামর্শ নেয়। পন্থের সাইড স্ট্রেন হয়েছে এবং সেই কারণেই গোটা ওয়ান ডে সিরিজ় থেকে তিনি ছিটকে গেলেন।'

ঋষভ পন্থের পাশাপাশি কে এল রাহুল ওয়ান ডে দলে উইকেটকিপার হিসাবে রয়েছেন। জল্পনা ছিল যে, ঈশান কিষান তাঁর জায়গা নিতে পারেন। ঝাড়খণ্ডের তারকা টি-২০ বিশ্বকাপের ভারতীয় দলে বিকল্প উইকেটকিপার হিসাবে নির্বাচিত হয়েছেন। সৈয়দ মুস্তাক আলির পাশাপাশি চলতি বিজয় হাজারেতেও ঈশান ভাল ফর্মে রয়েছেন। তবে তাঁকে নয়, পন্থের বদলে ভারতীয় দলের নির্বাচকরা ধ্রুব জুড়েলের (Dhruv Jurel) নাম ঘোষণা করেন। জুড়েল ইতিমধ্যেই দলের সঙ্গে যোগ দিয়েছেন বলেও খবর।  

Continues below advertisement

 

তবে কীভাবে চোট পেলেন পন্থ? শনিবার ঋষভ পন্থ বেশ কিছুক্ষণ ব্যাটিং অনুশীলন করেন। থ্রো ডাউন বিশেষজ্ঞরা তাঁকে ব্যাটিংয়ের অনুশীলন করাচ্ছিলেন, তখনই ফ্রন্ট ফুটে ডিফেন্স করার সময় একটি বল তাঁর কোমরের উপরের অংশে লাগে। প্রধান কোচ গৌতম গম্ভীর এবং সাপোর্ট স্টাফ, মাঠে পন্থের অবস্থা জানতে আসেন। মেডিক্যাল টিমের চিকিৎসকেরা প্রাথমিক চিকিৎসার পর ঋষভ পন্থকে বিসিএ স্টেডিয়াম থেকে বার করে নিয়ে যান। এরই মধ্যে ভারতীয় ওয়ান ডে এবং টেস্ট দলের অধিনায়ক শুভমন গিলকে বেশ কিছুক্ষণ প্রধান নির্বাচক অজিত আগরকরের সঙ্গে কথা বলতে দেখা যায়।