মুম্বই: গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত ঋষভ পন্থকে চিকিৎসার জন্য ইতিমধ্যেই মুম্বই নিয়ে আসা হয়েছে। তাঁর লিগামেন্টের চিকিৎসার জন্য অস্ত্রোপচার করতে হবে। তার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই অম্বানী হাসপাতালে তাঁর চিকিৎসা শুরু হয়েছে। সূত্রের খবর, পন্থের চোট অনেকটাই রবীন্দ্র জাডেজার চোটের মতই। তার জন্যই অন্ততপক্ষে ৬ মাস হয়ত সময় লাগবে তাঁর পুরো সুস্থ হয়ে উঠতে। 


সেক্ষেত্রে ভারতের পরবর্তী যে সিরিজ রয়েছে পরবর্তীতে শ্রীলঙ্কা, নিউ জ়িল্যান্ড, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেখানে খেলতে দেখা যাবে না পন্থকে। এমনকী আইপিএলেও হয়ত পাওয়া যাবে না দিল্লি ক্যাপিটালসের অধিনায়ককে। বোর্ড সূত্রে জানানো হয়েছে যে, ''বোর্ডের ডাক্তাররা জানিয়েছেন, পন্থের চোট অনেকাংশে জাডেজার মতোই। দেহরাদূন থেকে যা রিপোর্ট পাওয়া গিয়েছে, তাতে বলা হয়েছে, যত দ্রুত সম্ভব পন্থের অস্ত্রোপচার দরকার। চার মাস লাগবেই ওর সেরে উঠতে।''






বিসিসিআইয়ের তরফে বিবৃতিতে জানানো হয়, 'ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে উইকেটকিপার ঋষভ পন্থকে মুম্বইয়ে নিয়ে আসার সমস্তরকম ব্যবস্থা করা হয়েছে। ঋষভ, যিনি ৩০ ডিসেম্বর গাড়ি দুর্ঘটনার পর দেহরাদুনের ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন, তাঁকে বিমানে করে মুম্বইয়ে নিয়ে আসা হবে। ওঁকে কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতাল ও মেডিক্যাল রিসার্চ সেন্টারে ভর্তি করা হবে।' মুম্বইয়ের এই বিখ্যাত বেসরকারি হাসপাতালে ডাক্তার দীনশ পার্দিওয়ালা, স্পোর্টস মেডিসিন বিভাগের প্রধানের অধীনে চিকিৎসাধীন থাকবেন।


এখানেই ঋষভের সার্জারি হবে এবং তাঁর ছেঁড়া লিগামেন্টে সারিয়ে তোলার চিকিৎসা চলবে। ঋষভের গোটা পুনর্বাসন প্রক্রিয়ার ওপর বোর্ডের মেডিক্যাল দল কড়া নজর রাখবে। বোর্ডের তরফে ঋষভ যাতে এই অবস্থা থেকে বেরিয়ে আসতে পারেন, তার জন্য সবরকম সহায়তা করা হবে বলেই জানানো হয়। প্রসঙ্গত, গতকালই বছরের প্রথম ম্যাচে মাঠে নামে টিম ইন্ডিয়া। সেই ম্যাচের আগে ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়, হার্দিক পাণ্ড্যরা ঋষভরে দ্রুত আরোগ্য কামনা করে এক বার্তাও পাঠান।