নিউ ইয়র্ক: আর মাত্র সপ্তাহখানেকের অপেক্ষা। তাপরেই ৬ জুন থেকে শুরু হয়ে টি-টোয়েন্ট বিশ্বকাপ (T20 World Cup 2024)। এই টুর্নামেন্টের মাধ্যমেই ভারতীয় জাতীয় দলে প্রত্যাবর্তন ঘটাচ্ছেন ঋষভ পন্থ (Rishabh Pant)। পুনরায় ভারতীয় জার্সি (Indian Cricket Team) গায়ে গলিয়ে আবেগতাড়িত পন্থ।


২০২২ সালের ডিসেম্বর মাসে গাড়ি দুর্ঘটনার কবলে পড়েন ঋষভ পন্থ। তারপর থেকে দীর্ঘদিন মাঠের বাইরেই ছিলেন তারকা কিপার ব্যাটার। গত বছর দেশের মাঠে আয়োজিত বিশ্বকাপেও খেলতে পারেননি তিনি। তবে এ বছরের আইপিএলের মাধ্যমেই প্রত্যাবর্তন ঘটিয়েছেন পন্থ। সেখানে ভাল পারফর্ম করে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলেও জায়গা করে নিয়েছেন তিনি। ভারতীয় দলের সঙ্গে নিউ ইয়র্কে আগেই পৌঁছে গিয়েছিলেন ঋষভ পন্থ। এবার ভারতীয় দলের হয়ে মার্কিন মুলুকে প্রথম অনুশীলনও সেরে ফেললেন তিনি।


 






বিসিসিআইয়ের পোস্ট করা একটি ভিডিওতে আবেগঘন পন্থকে বলতে শোনা যায়, 'এই বিষয়টা (ভারতীয় জার্সি গলিয়ে অনুশীলন করা এবং ভারতের হয়ে খেলা) আমি খুব মিস করেছি। ভারতীয় জার্সি পরে আবার মাঠে নামার অনুভূতিটাই বাকি সব অনুভূতির থেকে ভিন্ন। গোটা বিষয়টাই আমি মিস করেছি। আবার সতীর্থদের সঙ্গে দেখা করে গল্প করা, ওদের সঙ্গে সময় কাটানো, হাসি ঠাট্টা করা , সবটাই দারুণ উপভোগ করছি।'


টুর্নামেন্ট শুরুর আগে ভারতীয় দলের অনুশীলনে পন্থকে বেশ ভাল ছন্দেই দেখায়। আইপিএলেও তিনি ব্যাট হাতে বেশ ভালই পারফর্ম করেছেন। ১৩ ম্য়াচে ১৫৫-র অধিক স্ট্রাইক রেটে তারকা কিপার-ব্যাটার মোট ৪৪৬ রান করেছিলেন। তিনটি অর্ধশতরানও আসে তাঁর ব্যাট থেকে। ক্যাপিটালসের হয়ে তিনি টুর্নামেন্টের সর্বোচ্চ রানসংগ্রাহক হিসাবেই শেষ করেন। ভারতীয় দলের জার্সিতে পন্থ কেমন পারফর্ম করেন তার ওপর কিন্তু নিঃসন্দেহেই দলের সাফল্যের অনেকটা নির্ভরশীল।  


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: রয়েছে ভারত-পাকিস্তান, T20 World Cup-র গ্রুপ এ-তে আর কারা রয়েছে? দলগুলির শক্তি, দুর্বলতাই বা কী?