মুম্বই: আগামী ৫ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে দলীপ ট্রফি। তার আগে লাল বলের অনুশীলনে নেমে পড়লেন ঋষভ পন্থ। নিজের ইনস্টাগ্রামে এক ভিডিও পোস্টে বাঁহাতি উইকেট কিপার ব্য়াটার জানিয়েছেন, ''আমি বেশি প্রত্যাশা রাখি না। তবে পরিশ্রম করে যাওয়ার চেষ্টা করে যাই। প্রতিটি পদক্ষেপে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করি। শেখার চেষ্টা করি আরও।''


 






২০২২ সালে ডিসেম্বরে ভয়াবহ গাড়ি দুর্ঘটনার পর চলতি বছর আইপিএলেই প্রথমবার প্রতিযোগিতামূলক ক্রিকেটে খেলতে নেমেছিলেন। দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক হিসেবে মাঠে নেমেছিলেন তিনি। আইপিএলে গতবার দিল্লি সাত ম্য়াচ জিতেছিল, সাত ম্য়াচ হেরেছিল। মোট ১৪ পয়েন্ট ঝুলিতে পুরেছিল। গত টি-টোয়েন্টি বিশ্বকাপেও ভারতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন পন্থ। ১৭১ রান করেছিলেন বাঁহাতি তরুণ টি-টোয়েন্টি বিশ্বকাপে। টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে পন্থের পারফরম্য়ান্স ভারতের মিডল অর্ডারে ভরসা জুগিয়েছে। 


অস্ট্রেলিয়ার মাটিতে চলতি বছরের শেষে বর্ডার গাওস্কর ট্রফিতেও পন্থের পারফরম্য়ান্স ভারতের সামগ্রিক ফল ভাল করার ক্ষেত্রে অনেকটা সাহায্য করবে। আগের বার ২০২০-২১ মরশুমে বর্ডার গাওস্কর ট্রফি পন্থ যা ইনিংস খেলেছিলেন তা গোটা বিশ্বের সমীহ আদায় করে নিয়েছিল। 


এদিকে, দলীপ ট্রফির শুরুতে হয়ত পাওয়া যাবে না সূর্যকুমার যাদবকে। ডানহাতি সূর্যকুমারকে চিকিৎসকরা বিশ্রাম নিতে বলেছেন। এই মুহূর্তে ন্যাশনাল ক্রিকেট অ্য়াকাডেমির তত্ত্ববধানে রিহ্য়াব সারছেন এই মুহূর্তে। এখনও পর্যন্ত ৮২টি প্রথম শ্রেণির ম্য়াচে ৫৬২৮ রান করেছেন। নিজের নামের পাশে ১৪টি সেঞ্চুরি করেছেন তিনি। কিছুদিন আগেই আইসিসিতে দেওয়া এক সাক্ষাৎকারে সূর্যকুমার জানিয়েছিলেন যে টেস্ট ক্রিকেটে খেলাই তাঁর কেরিয়ারের অন্যতম লক্ষ্য। এই মুহূর্তে টি-টোয়েন্টি ফর্ম্যাটে দেশের অধিনায়ক সূর্য। ওয়ান ডে ফর্ম্য়াটেও জায়গা পাকা না হলেও গত বছর বিশ্বকাপে স্কোয়াডে ছিলেন। দলীপ ট্রফিতে ইন্ডিয়া 'সি' স্কোয়াডে ছিলেন সূর্যকুমার যাদব। 


ইন্ডিয়া 'সি' স্কোয়াড: রুতুরাজ গায়কোয়াড (অধিনায়ক), সাই সুদর্শন, রজত পতিদার, অভিষেক পোড়েল (উইকেট কিপার), সূর্যকুমার যাদব, বি ঈন্দ্রজিৎ, হৃত্বিক শোকিন, মানব সুথার, উমরান মালিক, বিষ্যক বিজয়কুমার, আনশুল খামবোজ, হিমাংশু চৌহান, ময়ঙ্ক মরকাণ্ডে, আরিয়ান জুড়েল (উইকেট কিপার), সন্দীপ ওয়ারিয়র