নয়াদিল্লি: ভারতীয় দলের পরবর্তী প্রজন্মের উজ্জ্বলতম নক্ষত্রদের মধ্যে অন্যতম রিয়ান পরাগ (Riyan Parag)। তবে সোশ্যাল মিডিয়ায় রিয়ান পরাগ কিন্তু তাঁর মাঠের পারফরম্যান্স ছাড়াও মাঠের বাইরে কর্মকাণ্ডে চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন। রিয়ানের এক ঘটনা ঘিরে গত বছর চারিদিকে হইচই পড়ে যায়।
রিয়ান পরাগের চ্যাট হিস্ট্রি হঠাৎই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। সেখানে অনন্যা পাণ্ডে, সারা আলি খানদের নিয়ে তাঁর সার্চ হিস্ট্রি ভাইরাল হয়। এবার সেই নিয়েই মুখ খুললেন তরুণ তুর্কি। পরাগ জানান ঘটনাটি আইপিএল ২০২৪-র পর ভাইরাল হলেও, বিষয়টি আইপিএলের আগের। তিনি এক সাক্ষাৎকারে বলেন, 'আমি আইপিএল শেষের পর চেন্নাইতে ছিলাম। আমার স্ট্রিমিং দলের সঙ্গে (ভিডিও) কলে যুক্ত হই এবং ওটা (সার্চ হিস্ট্রি) প্রকাশ্যে চলে আসে। ওই দলের একজন এই বিষয়টা আগেই প্রচারের আলোয় আনতে চেয়েছিল। তবে সেটা স্বার্থক হয়নি। তবে আইপিএল শেষের পর আমার মরশুমটা ভাল কাটায় জনপ্রিয়তা বৃদ্ধি পায়।'
তিনি দাবি করেন বিষয়টা নিয়ে একটু বেশিই বাড়াবাড়ি করা হয় এবং তাঁর কখনই এই বিষয়ে ব্যাখা দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। 'আমি স্ট্রিম ওপেন করি, কিন্তু সবকিছু ডিলিট হয়ে গিয়েছিল। আমি ইউটিউবে গিয়ে গান চালানোর জন্য সার্চ করছিলাম। আমি তো বুঝতেই পারছিলাম না কী হচ্ছে। তবে স্ট্রিমটা শেষ হওয়ার পর গোটা বিষয়টা বুঝতে পারি। গোটাটাই হাতের বাইরে চলে যায়। আমার মনে হয়নি এই বিষয়ে সর্বসমক্ষে কোনও ব্যাখা দিয়ে জিনিসটা বোঝানোর প্রয়োজন রয়েছে। কারণ কেউই বিষয়টা বুঝত না।' বলেন রাজস্থান রয়্যালস তথা টিম ইন্ডিয়ার তারকা অলরাউন্ডার।
এই ঘটনার পর অবশ্য় রিয়ান পরাগ ভারতীয় দলের হয়ে নিজের অভিষেক ঘটিয়েছেন এবং পারফর্মও করেছেন। বর্তমানে সীমিত ওভারের ফর্ম্যাটে জাতীয় দলে তিনি সুযোগও পান। সামনেই আবারও এক আইপিএল আসছে। সেই মেগা টুর্নামেন্টে ফের একবার নিজের পারফরম্যান্সে নজর কাড়তে মরিয়া হবেন তিনি। অসমের ক্রিকেটার নিজের ফর্ম ধরে রাখতে পারেন কি না, এবার সেটাই দেখার।
আরও পড়ুন: টিম ইন্ডিয়ার তারকাদের দেখেই এগিয়ে এলেন তরুণ সমর্থক, রোহিত, ঋষভরা নিজেদের কর্মকাণ্ডে জিতলেন মন