নয়াদিল্লি: মাঠে দীর্ঘদিন পরে ফর্মে ফিরেছেন তিনি। কটকে বিধ্বংসী ইনিংসে সকলকে মুগ্ধ করেছেন তিনি। এবার মাঠের বাইরেও নিজের কর্মকাণ্ডে সকলের মন জিতলেন রোহিত শর্মা (Rohit Sharma)। সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। কী ছিল সেই ভিডিওতে?
ভিডিওতে এক রেস্তোরাঁতে ঋষভ পন্থ (Rishabh Pant), যশস্বী জয়সওয়াল, অভিষেক নায়ার ও টি দিলীপ বসেছিলেন। তখনই এক তরুণ সমর্থক রোহিতের দিকে এগিয়ে আসেন। ভারতীয় অধিনায়কের দিকে এগিয়ে গিয়ে রোহিতকে নিজের টি-শার্টে স্বাক্ষর করার আবদার করেন। রোহিত তরুণ তুর্কির পিঠ চাপড়ে দেওয়ার পাশাপাশি তাঁর টি-শার্টে সই করে তাঁর মনবাসনাও পূরণ করেন।
রোহিতের পাশেই আরেক তারকা ক্রিকেটার ঋষভ পন্থ ছিলেন। ভারতের তারকা সেই তরুণকে সে কী করে জিজ্ঞেস করেন। জবাবে তরুণটি জানান তিনি ক্রিকেটার এবং একজন অলরাউন্ডার। এরপরেই পন্থের কাছ থেকেও অটোগ্রাফ নেওয়ার জন্য এগিয়ে যায় সে। পন্থ তাঁকে হতাশ করেননি। এরপরে যশস্বী জয়সওয়ালের থেকেও অটোগ্রাফ পান তিনি। তরুণ সমর্থকদের জন্য ভারতীয় দলের তারকাদের এহেন মানবিক কর্মকাণ্ড সকলেরই মনে ধরেছে।
শুধু রোহিত নন, বিরাট কোহলিও কিন্তু তাঁর সমর্থকের মন জিতে নিয়েছেন। কটক থেকে আমেদাবাদের উদ্দেশে গতকালই রওনা দিয়েছে টিম ইন্ডিয়া। সেই সময়ই ভুবনেশ্বর বিমানবন্দরের এক ঘটনাই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেই ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে কোহলি নিজের ট্রলি নিয়ে বিমানবন্দরে ঢুকে এগিয়ে যাচ্ছেন। চারিদিকে কড়া নিরাপত্তা। ঠিক সেই সময়ই এক মহিলা সমর্থকদের দিকে কোহলি এগিয়ে যান। তাঁকে সামনে পেতেই জড়িয়ে ধরেন সেই মহিলা। সমর্থকের আবদার রেখে ফের একবার নেটিজেনদের বাহবা কুড়িয়ে নিয়েছেন বিরাট। আর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও।
অবশ্য শুধু ভুবনেশ্বর ছাড়ার সময় নয়, বারাবটি স্টেডিয়ামে ম্যাচ চলাকালীনও নিজের এক কর্মকাণ্ডে সকলের প্রশংসা কুড়িয়ে নেন 'কিং কোহলি'।
আরও পড়ুন: জুনেই শেষ হচ্ছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর চুক্তি, নতুন কোনও ক্লাবে যোগ দেবেন 'সিআর৭'?