মুম্বই: টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2024) তাঁর সুযোগ পাওয়া নিয়ে প্রশ্নচিহ্ন থাকলেও, প্রাথমিক দলে বিরাট কোহলির (Virat Kohli) নাম রয়েছে। চলতি আইপিএলের দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক তিনি। তাও কোহলি নিজের ব্যাটিং স্ট্রাইক রেট নিয়ে সমালোচনার সম্মুখীন হয়েছে। তবে সেই দিকে যে ভারতীয় নির্বাচকমণ্ডলী কান দিতে নারাজ, তা কিন্তু সাফ জানিয়ে দিলেন অজিত আগরকর (Ajit Agarkar)।


টি-টোয়েন্টি বিশ্বকাপের সাংবাদিক বৈঠকে আজ আগরকর বলেন, 'আমরা ওর স্ট্রাইক রেট নিয়ে কোনওরকম আলোচনাই করিনি। আন্তর্জাতিক ক্রিকেট ও আইপিএল তো আলাদা। আন্তর্জাতিক ক্রিকেটে অভিজ্ঞতার প্রয়োজন হয়। আমাদের দল যথেষ্ট শক্তিশালী এবং দলে ভারসাম্যও রয়েছে। আইপিএলে থেকে ইতিবাচক কিছু বেরোলে তো ভালই। কিন্তু বিশ্বকাপের চাপের সঙ্গে অন্যকিছুর তুলনা করা চলে না।'


কোহলির পাশাপাশি হার্দিক পাণ্ড্যর (Hardik Pandya) দলে জায়গা পাওয়া নিয়েও কিছু মহলে সন্দেহ প্রকাশ করা হচ্ছিল। গত বিশ্বকাপের মাঝপথে চোট পাওয়ার পর থেকে হার্দিক জাতীয় দলের হয়ে মাঠে নামেননি। তবে তিনি যে দলের অপরিহার্য অঙ্গ এবং তাঁর যে কোনও বিকল্প নেই, সেই কথা সাফ জানিয়ে দিয়েছেন আগরকর। নির্বাচকপ্রধান বলেন, 'ক্রিকেটার হিসাবে হার্দিক পাণ্ড্য অপরিহার্য। ওর বিকল্প নেই বললেই চলে। ও থাকলে অধিনায়কের হাতে বিকল্প অনেকটা বেড়ে যায়। অনেকদিন পর ফিরছে ও। তবে বিশ্বকাপের  প্রথম ম্যাচের আগে এখনও অনেকটা সময় রয়েছে তো। আইপিএলেও মোটামুটি ঠিকঠাকই পারফর্ম করেছ ও।'


তবে হার্দিক কয়েকটি সিরিজ়ে দলকে নেতৃত্ব দিলেও, অধিনায়ক হিসাবে রোহিতই যে প্রথম পছন্দ ছিলেন, সেটা সাফ জানিয়ে দিয়েছেন আগরকর। আর রোহিত? তিনি দীর্ঘদিন আন্তর্জাতিক টি-টোয়েন্টি ফর্ম্যাটে খেলেননি। আইপিএলেও তাঁর বদলে হার্দিকের হাতে নেতৃত্ব তুলে দেওয়া হয়েছে। তবে বিশ্বকাপে তিনিই দেশের নেতা। আইপিএলে অধিনায়কত্ব না করলেও, সেটা যে খেলোয়াড় হিসাবে তাঁর পারফরম্যান্সে কোনও প্রভাব ফেলেনি এবং সেই বিষয়ে তিনি বিচলিত নন, সে কথাও জানিয়ে দেন রোহিত। এবার তাঁর নেতৃত্বে ভারতীয় দল আইসিসি খেতাবের অপেক্ষা শেষ করতে পারে কি না, এখন সেটাই দেখার। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: ঠিক কী কারণে বিশ্বকাপ দলে ব্রাত্য রিঙ্কু, কেনই বা বাদ পড়লেন গিল, রাহুল? জানালেন আগরকর