মুম্বই: দিন দু'য়েক আগেই বিশ্বকাপের জন্য ভারতীয় দলের (Indian Cricket Team) ঘোষণা করেছিলেন অজিত আগরকরের (Ajit Agarkar)) নেতৃত্বাধীন নির্বাচকমণ্ডলী। সেই দলে যে দুই তারকার বাদ পড়া নিয়ে সবচেয়ে বেশি শোরগোল পড়ে তাঁরা হলেন কেএল রাহুল (KL Rahul) এবং রিঙ্কু সিংহ (Rinku Singh)। এবার এই দুই তারকার বাদ পড়া নিয়ে মুখ খুললেন আগরকর।


বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে বিশ্বকাপ দল নিয়ে কথা বলতে গিয়ে রাহুল এবং রিঙ্কুর বাদ পড়া নিয়ে মুখ খোলেন আগরকর। রাহুলের ক্ষেত্রে মিডল অর্ডারে অন্যান্য বিকল্প থাকাটা তাঁর বাদ পড়ার মূল কারণ বলে জানান নির্বাচকপ্রধান। তিনি বলেন, 'রাহুল তো আইপিএলে ওপেন করছে। আমরা মূলত মিডল অর্ডারে ব্যাটিং বিকল্প খুঁজছিলাম। তাই সেক্ষেত্রে পন্থ ও স্য়ামসন অধিক যোগ্য বলে আমাদের মনে হয়েছে। স্যামসন তো যে কোনও জায়গায় ব্যাট করতে পারে। বিষয়টা কে বেশি ভাল, সেই বিচার করে করা হয়নি। দল নির্বাচিত হয়েছে আমাদের কী প্রয়োজন সেই অনুযায়ী।'


রিঙ্কুর প্রসঙ্গে আগরকরের বক্তব্য, 'এটা সম্ভবত আমাদের নেওয়া সবথেকে কঠিন সিদ্ধান্ত। ও ভুল কিচ্ছু করেনি। গিলের ক্ষেত্রেও এই বিষয়টা প্রযোজ্য। দিনের শেষে তো আমরা ১৫ জনকেই দলে নিতে পারি। আমরা রিস্ট স্পিনারদের দলে রাখতে চেয়েছিলাম। কুলদীপ ও চাহালকে তাই দলে নেওয়া হয়। অক্ষর পটেল অলরাউন্ডার হিসাবে সুযোগ পেয়েছেন এবং বাকি দুইজন কিপার।' 


ভারতের ১৫ জনের বিশ্বকাপ দলে এক দুইজন, চার চারজন স্পিনার রয়েছেন। অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) জানান চারজন স্পিনারকে দলে নেওয়ার সিদ্ধান্তটা তাঁরই। 'আমি দলে চারজন স্পিনারকে রাখতে চেয়েছিলাম। ম্যাচগুলিতে সকাল ১০-১০.৩০টায় শুরু হবে। চারজন স্পিনার নেওয়ার পিছনে টেকনিকাল কিছু কারণ রয়েছে। বিশ্বকাপের সময় সেই নিয়ে কথা বলা যাবে। দলে তিনজন ফাস্ট বোলারের সঙ্গে চতুর্থ ফাস্ট বোলার হিসাবে হার্দিক তো আছেই। এতে দলের ভারসাম্যটা ঠিক থাকে। জাডেজা এবং অক্ষর, আমাদের দুই স্পিনারই ব্যাট করতে পারে। প্রতিপক্ষ বুঝে তাই আমরা দল নির্বাচন করব।' জানান রোহিত।


তবে আইপিএলের পারফরম্যান্স যে বিশ্বকাপের দল নির্বাচনের জন্য খুব বেশি বিবেচিত হয়নি, সেটা কিন্তু আগরকর এবং অধিনায়ক রোহিত উভয়েই স্পষ্ট করে জানিয়ে দেন।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: টি-২০ বিশ্বকাপের দলে সুযোগ না পেয়ে ভেঙে পড়েছেন রিঙ্কু, জানালেন ক্রিকেটারের বাবা