নয়াদিল্লি: আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। এই মাসের শেষেই শ্রীলঙ্কা (IND vs SL) সফর দিয়ে শুরু হচ্ছে ভারতীয় ক্রিকেটের নতুন অধ্যায়। কোচ হিসাবে এটাই গৌতম গম্ভীরের প্রথম চ্যালেঞ্জ হতে চলেছে। এই সিরিজ়েই আবার বিরাট কোহলি (Virat Kohli), রোহিত শর্মা (Rohit Sharma), হার্দিক পাণ্ড্যর মতো তারকারা বিশ্বজয়ের পর জাতীয় দলে নিজেদের প্রত্যাবর্তন ঘটাতে চলেছেন।
রোহিত এবং বিরাট কোহলি, দুই তারকা ক্রিকেটারকেই এই সিরিজ়ের জন্য প্রাথমিকভাবে বিশ্রাম দেওয়া হতে পারে শোনা যাচ্ছিল। তবে ভারতীয় নির্বাচকরা দুইজনের সঙ্গে কথা বলার পর দুইজনেই সিরিজ় খেলার জন্য নিজেদের মত দেন। এরপরেই উভয় তারকাকেই দলে নেওয়া হয়। ঘটনাক্রমে দ্বীপরাষ্ট্রের বিরুদ্ধে আসন্ন ওয়ান ডে সিরিজ়ে রোহিত এবং বিরাট, উভয় তারকাই ব্যক্তিগত মাইলস্টোন স্পর্শ করতে পারেন।
বিরাট কোহলি এই সিরিজ়েই আন্তর্জাতিক ওয়ান ডে ক্রিকেটে ১৪ হাজার রানের গণ্ডি পার করে ফেলতে পারেন। এই গণ্ডি পার করতে 'কিং কোহলি'-র আর ১৫২ রানের প্রয়োজন। সচিন তেন্ডুলকর এবং কুমার সাঙ্গাকারার পর মাত্র তৃতীয় ক্রিকেটার হিসাবে এই বিশেষ গণ্ডি পার করার সুযোগ রয়েছে তাঁর সামনে। কলম্বোয় তিনটি ওয়ান ডে ম্যাচ খেলা হবে। এই মাঠে কোহলির রেকর্ডও দুরন্ত। কলম্বোয় বিগত পাঁচটি ওয়ান ডে ম্যাচের চারটিতে শতরান হাঁকিয়েছেন কোহলি। তাই তিন ম্যাচে ১৫২ রান করার সম্পূর্ণ সম্ভাবনা কিন্তু রয়েছে।
অপরদিকে, রোহিত শর্মা তিন কিংবদন্তি ভারতীয় ক্রিকেটারকে পিছনে ফেলে ওয়ান ডেতে ভারতের তৃতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক হয়ে যেতে পারেন। তার জন্য 'হিটম্যান'-কে আরও ৬৫৫ রান করতে হবে। তাহলেই ধোনি, রাহুল দ্রাবিড় এবং সৌরভ গঙ্গোপাধ্যায়কে পিছনে ফেলে তিনি সচিন ও কোহলির পর তৃতীয় সর্বাধিক রানসংগ্রাহক ভারতীয় হবেন। আপাতত রোহিতের দখলে ২৬২টি ম্যাচে ১০৭০৯ রান করার কৃতিত্ব রয়েছে।
ঘোষিত ওয়ান ডে দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল (সহ অধিনায়ক), বিরাট কোহলি, কে এল রাহুল (উইকেটকিপার), ঋষভ পন্থ (উইকেটকিপার), শ্রেয়স আইয়ার, শিবম দুবে, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, ওয়াশিংটন সুন্দর, অর্শদীপ সিংহ, রিয়ান পরাগ, অক্ষর পটেল, খলিল আমেদ ও হর্ষিত রানা।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: কেন হার্দিক নয়, সূর্যকুমার যাদবকে ভারতের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক নির্বাচিত করা হল?