কলকাতা: মাত্র কয়েক ঘণ্টা আগেই শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন সাদা বলের সিরিজ়ের জন্য ভারতীয় দলের (Indian Cricket Team) ঘোষণা করা হয়েছে। এই সিরিজ়ের মাধ্যমেই ভারতীয় ক্রিকেটে গৌতম গম্ভীর জমানার সূচনা হচ্ছে। তবে নজর ছিল দল বাছাইয়ের দিকেও। কারণ রোহিত শর্মা আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর গ্রহণের পর কে ভারতীয় দলের বিশ ওভারের অধিনায়ক হবেন, তা এই সিরিজ়েই জানা যাবে। শেষমেশ ব্যাটন ওঠে সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) হাতে। অধিনায়ক হিসাবে সূর্যর পরিসংখ্যান কী বলছে?


সূর্যকুমার যাদব এর আগে ভারতের অনূর্ধ্ব ২৩ দল, মুম্বইয়ের রঞ্জি দল, মুম্বই ইন্ডিয়ান্স এবং ভারতীয় সিনিয়র দলের হয়েও অধিনায়কত্বের দায়িত্ব সামলেছেন। ২০১৩ সালে সূর্যর নেতৃত্বেই ভারতীয় দল এমার্জিং টিমস কাপ জেতে। তিনি ঘরোয়া ক্রিকেটে মুম্বইয়ের হয়ে সৈয়দ মুস্তাক আলি, রঞ্জি ট্রফি, বিজয় হাজারে ট্রফির মতো টুর্নামেন্টে নেতৃত্বের দায়িত্ব পালন করেছেন। আইপিএলে অবশ্য মাত্র এক ম্যাচেই অধিনায়কত্ব করতে দেখা গিয়েছে সূর্যকুমার যাদবকে। ২০২৩ সালের মরশুমে কেকেআরের বিরুদ্ধে ম্যাচে তাঁর অধিনায়কত্বে পাঁচ উইকেটে জয় পায় মুম্বই ইন্ডিয়ান্স।


গত বছরই ভারতীয় সিনিয়র দলের হয়ে প্রথমবার অধিনায়কত্ব করতে দেখা যায় সূর্যকুমার যাদবকে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজ়ে ভারতীয় দলের দায়িত্ব সামলান সূর্য। সেই সিরিজ়ে ভারতীয় দল কিন্তু অস্ট্রেলিয়াকে হেসে খেলে ৪-১-র বিরাট ব্যবধানে পরাজিত করে। তারপরেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও টিম ইন্ডিয়ার নেতৃত্বে সূর্যকুমারকে দেখা যায়। রামধনুর দেশে তিন ম্যাচের সেই সিরিজ় ১-১ ড্র হয়। অর্থাৎ এখনও পর্যন্ত আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সূর্যকুমার যাদবের রেকর্ড আট ম্যাচে পাঁচ জয়, দুই হার (একটি অমীমাংসিত ম্যাচ)।


অধিনায়কত্বের দায়িত্ব কিন্তু ব্যাটার সূর্যকুমারের ওপরও বাড়তি কোনও প্রভাব ফেলেনি। আন্তর্জাতিক আঙিনায় নিজের অধিনায়ক হিসাবে অভিষেক ম্যাচেই অজ়িদের বিরুদ্ধে ৪২ বলে ৮০ রানে দুরন্ত ইনিংস এসেছিল তাঁর ব্যাট থেকে। তাঁর রেকর্ড কিন্তু বেশ ঈর্ষণীয়। সাত ইনিংসে অধিনায়ক সূর্য ৪২.৮৫ গড় ও ১৬৪.৮৩ স্ট্রাইক রেটে মোট ৩০০ রান করেছেন। একটি শতরান ও দুইটি অর্ধশতরান ও রয়েছে সেই সময়ে। এবার দেখার পাকাপাকিভাবে অধিনায়ক নির্বাচিত হওয়ার পর সূর্য টিম ইন্ডিয়ার হয়ে কেমন পারফর্ম করেন। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: জল্পনার অবসান, ভারতের নতুন টি-২০ অধিনায়কের নাম ঘোষণা, দায়িত্ব পেলেন কে?