চেন্নাই: ভারতীয় দলের কোচ হিসাবে দায়িত্ব নেওয়ার পর প্রথম সাংবাদিক বৈঠকেই গৌতম গম্ভীর (Gautam Gambhir) জানিয়ে দিয়েছিলেন, ফিট থাকলে ২০২৭ সালের ওয়ান ডে বিশ্বকাপেও ভারতীয় দলে দেখা যেতে পারে রোহিত শর্মা (Rohit Sharma) ও বিরাট কোহলিকে (Virat Kohli)। গম্ভীরের ধারণা, দুই মহাতারকার মধ্যেই এখনও অনেক ক্রিকেট বেঁচে রয়েছে। 


গম্ভীরের মন্তব্যের পরই সোশ্যাল মিডিয়া বিভিন্ন মন্তব্যে ভরে যায়। অনেকেই গুরু গম্ভীরের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। আলোচনা শুরু হয়, রোহিত ও কোহলির মতো দুই সুপারস্টারকে আরও একটা বিশ্বকাপে দেখতে পাবেন ক্রিকেটপ্রেমীরা। যদিও অনেকে এ-ও বলাবলি শুরু করেন যে, ২০২৭ সালে অর্থাৎ ৩ বছর পরে আন্তর্জাতিক ক্রিকেটের ধকল নেওয়ার মতো জায়গায় থাকবেন রোহিত ও কোহলি?  বিশেষ করে সেই সময় রোহিতের বয়স হবে ৪০ বছর। দুজনের মধ্যে বেশি ফিট কোহলির বয়স হবে ৩৮। কোহলি পারলেও রোহিত কি খেলা চালিয়ে যেতে পারবেন ততদিন?


এ ব্যাপারে বড় মন্তব্য করলেন ভারতের ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী দলের সদস্য তথা প্রাক্তন জাতীয় নির্বাচক কৃষ্ণমাচারি শ্রীকান্ত (Krishnamachari) Srikkanth)। সাফ জানিয়ে দিলেন, বিরাট অনায়াসে পরের বিশ্বকাপে খেলে দিতে পারলেও, কঠিন হবে রোহিতের পক্ষে। পরের ওয়ান ডে বিশ্বকাপে রোহিতকে দেখার ব্যাপারে বড় একটা আশাবাদী নন তিনি।


রোহিতের দক্ষতা নিয়ে নিঃসংশয় শ্রীকান্ত। তবে তিন বছর পর তাঁর বয়স হবে ৪০। এবং সেটা আন্তর্জাতিক ক্রিকেটের পক্ষে একটু বেশিই বলে মনে করেন তামিলনাড়ুর প্রাক্তন ক্রিকেটার।






পরের ওয়ান ডে বিশ্বকাপ হবে দক্ষিণ আফ্রিকায়। শ্রীকান্ত বলেছেন, 'রোহিত দারুণ প্লেয়ার। তবে ওর বয়স এখন ৩৭। আর পরের বিশ্বকাপ এখনও ৩ বছর পরে। সেই সময় ওর বয়স হয়ে যাবে ৪০ বছর। ৪০ বছরে বিশ্বকাপ খেলা সম্ভব নয়। হ্যাঁ বিরাট কোহলি ২০২৭ সালের বিশ্বকাপে খেলতে পারে। আমার মতে অবশ্যই খেলবে। তবে রোহিতকে নিয়ে শ্রীযুক্ত গম্ভীরের মন্তব্য বাড়াবাড়ি হয়ে গিয়েছে। দক্ষিণ আফ্রিকায় খেলানো হলে রোহিত অজ্ঞান হয়ে যাবে।'


তৃতীয় ভারত অধিনায়ক হিসাবে এককভাবে আইসিসি ট্রফি জয়ের নজির গড়েছেন রোহিত (সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত যুগ্মজয়ী হয়েছিল)। টি-২০ বিশ্বকাপ জেতার পরই আন্তর্জাতিক ক্রিকেটে এই ফর্ম্যাট থেকে অবসর ঘোষণা করেছেন রোহিত। পরের মাসে শ্রীলঙ্কার মাটিতে ওয়ান ডে দলের অধিনায়ক হিসাবে ফের মাঠে নামবেন রোহিত। ২ অগাস্ট শুরু হচ্ছে যে সিরিজ।










আরও পড়ুন: দুরন্ত ছন্দে ধীরাজ, মহিলাদের পর অলিম্পিক্স তিরন্দাজির কোয়ার্টারে ভারতের পুরুষ দলও






আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।